ভালো আছো প্রিয় জল ? || জয়ন্ত চট্টোপাধ্যায়
লেলিহ শিখার মতো ঘিরেছে অন্ধকার
আত্মীয় হাত অচেনা দস্তানায় ঢাকা
কালো রক্তের বিষ মিশে যায় মাটির ভিতর
প্রতিরোধহীন
ভালো আছো প্রিয় জল?
এখনও দ্রাবকধর্ম অক্ষত তোমার?
এখনো কি ভোরের বাতাসে সুর খোঁজো!
হিমের গন্ধ মেখে কাকের মিটিঙে যাও
তাপের প্রত্যাশায়......
ধুলো আর জঞ্জালে হাসিমুখ
তোমার স্বচ্ছতার চাদর মুড়ে
যতকিছু বাতিলের বিষে আপনার চাতাল সাজাও
কালো রক্তে মাটির রূপান্তর ধুয়ে দেবে প্রিয় রসায়ন
যত রক্ত,ক্লেদ বা ক্লেশ তোমাকে ডাকে
তুমি কীভাবে বাঁচাবে নিজেকে
ইচ্ছাময় স্রোতে আর কি ভাসাবে
তেমন কাগজের নৌকো ?
হায় প্রিয় জল !
গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া-৭২২১২২
কথা-৭০০১৪৫৬৭২১
লেলিহ শিখার মতো ঘিরেছে অন্ধকার
আত্মীয় হাত অচেনা দস্তানায় ঢাকা
কালো রক্তের বিষ মিশে যায় মাটির ভিতর
প্রতিরোধহীন
ভালো আছো প্রিয় জল?
এখনও দ্রাবকধর্ম অক্ষত তোমার?
এখনো কি ভোরের বাতাসে সুর খোঁজো!
হিমের গন্ধ মেখে কাকের মিটিঙে যাও
তাপের প্রত্যাশায়......
ধুলো আর জঞ্জালে হাসিমুখ
তোমার স্বচ্ছতার চাদর মুড়ে
যতকিছু বাতিলের বিষে আপনার চাতাল সাজাও
কালো রক্তে মাটির রূপান্তর ধুয়ে দেবে প্রিয় রসায়ন
যত রক্ত,ক্লেদ বা ক্লেশ তোমাকে ডাকে
তুমি কীভাবে বাঁচাবে নিজেকে
ইচ্ছাময় স্রোতে আর কি ভাসাবে
তেমন কাগজের নৌকো ?
হায় প্রিয় জল !
গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া-৭২২১২২
কথা-৭০০১৪৫৬৭২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন