শনিবার, ২২ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || জামরুল বর্ষার নীচে ।

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 


জামরুল বর্ষার নীচে । সুপ্রিয় দেওঘরিয়া । আদম । চল্লিশ টাকা ।


' কাল যেতে হবে আবার,  সবুজ, সন্ধ্যাবেলায় ' ; ' সযত্নে  বাঁচিয়ে রাখা পরম বিজ্ঞ দুটি ডানা/  সাজিয়ে রেখেছে পালকে তার সমস্ত অবমাননা ' -র মতো পংক্তি লিখে ভাবিয়ে তুলতে পারেন কবি সুপ্রিয় দেওঘরিয়া তাঁর   'জামরুল বর্ষার নীচে ' কাব্যগ্রন্থের মাধ্যমে । সুপ্রিয়- র কাছে আরো পাই : ' মৃতের শরীরে প্রদীপ জ্বালিয়ে পাহারা দিয়ো না তুমি / শুধু ঢেকে দিয়ো তোমার হরিণ চর্মের শরীর ।' (  'শরীর ' ) ; ' নতুন পাড়ে ওঠার কথা ছিল/  গন্তব্য আগেভাগে  নির্দিষ্ট/  অহেতুক রঙিনে/  সব মিশে গেল/  এখন রং বাছতে বসার সময় '
( বিলম্বিত )-এর মতো কিছু উচ্চারণ ।
         অথচ এসব কবিতার  সঙ্গে ' মিলর্ড,  ইতিহাস সাক্ষী ' নামে বইটির একমাত্র দীর্ঘ কবিতাটিতে:  ' অপরাধী বাতাস ঘিরে আছে চতুর্দিক / টানেলে বোমা ফাটার আওয়াজ/  সবুজ ঘাসগুলো ঝলসে যায়,  / বজ্রআঁটুনি কুচকাওয়াজ । ' এর মতো সাবজেক্টিভ কবিতাটি গ্রন্থিত করার অর্থ বইটির সত্যনাশ করা। যা কবি করেছেন বলে বইটিকে ফুলমার্কস দেওয়া যাচ্ছে না ।
      কবি কাব্যগ্রন্থে কিছু কিছু ক্ষেত্রে বেশ জোর করে লিখেছেন বলে মনে হয়েছে । এসব কবিতা নির্বাচনের দিক থেকে সংযত হলে তিনি ভালো করতেন । আসলে
নিজের সৃষ্টির প্রতি আবেগ ও  অন্ধত্ব পাঠকের কাছ থেকে তাকে সরিয়ে দিতে পারে তা বোঝা উচিত ।
        ' জামরুল বর্ষার নীচে ' সেই কাব্যগ্রন্থ যার ভেতরে দোষ ও গুণ প্রকট । তবে তিনি যদি প্রকৃতভাবে কবিতার  প্রতি শ্রদ্ধাশীল থাকেন তবে তা কাটিয়ে উঠবেন আশা করি ।সমীরণ ঘোষের বিমূর্ত প্রচ্ছদ ভাবনা সন্ঞ্চার করে ।
,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...