আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৫৬১
আড্ডা/ কফি/ টোস্ট
) কফি হাউস (
মনন বিনিময়ে যে অদ্বিতীয় ।
৫৬২
মানুষ/ স্যানিটাইজার / মাস্ক
) দুরত্ব (
সকলের অভ্যেস হয়ে যাচ্ছে ।
৫৬৩
টিকিট/ যাত্রী / বগি
)ট্রেন (
রেল কম ঝমা ঝম।
৫৬৪
প্রশংসা/ হালকা/ জোরালো
) সমালোচনা (
যার যেটা উচিত প্রাপ্য।
৫৬৫
দুঃখ/ অবসাদ/ স্বপ্নভঙ্গ
) আত্মহত্য (
সব কিছুর বাইরে দাঁড়িয়ে ।
নীলাঞ্জন কুমার
৫৬১
আড্ডা/ কফি/ টোস্ট
) কফি হাউস (
মনন বিনিময়ে যে অদ্বিতীয় ।
৫৬২
মানুষ/ স্যানিটাইজার / মাস্ক
) দুরত্ব (
সকলের অভ্যেস হয়ে যাচ্ছে ।
৫৬৩
টিকিট/ যাত্রী / বগি
)ট্রেন (
রেল কম ঝমা ঝম।
৫৬৪
প্রশংসা/ হালকা/ জোরালো
) সমালোচনা (
যার যেটা উচিত প্রাপ্য।
৫৬৫
দুঃখ/ অবসাদ/ স্বপ্নভঙ্গ
) আত্মহত্য (
সব কিছুর বাইরে দাঁড়িয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন