আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৬৬৬
মানুষ/ ঠেলাঠেলি/ সান্নিধ্য
) ভীড় (
বর্তমানের সময় ভয়ের ব্যাপার ।
৬৬৭
সাবধান/ যত্ন/ নজর
) সতর্কতা (
সকলের জন্য বড় প্রয়োজন ।
৬৬৮
দৈবিক/ অনাবিষ্কৃত/ সমাধানহীন
) রহস্য (
শরীরে রোমান্ঞ্চ বয়ে যায় ।
৬৬৯
শব্দহীন/ কল্পনাময়/ অনুভূতিময়
) নির্জনতা (
কবিকুলের প্রাত্যহিক ভালোবাসার স্থান ।
৬৭০
যৌন/ আশীর্বাদ/ বাহবা
) সংস্পর্শ (
জীবনে আবেগে কৃতিত্বে ঘটে ।
নীলাঞ্জন কুমার
৬৬৬
মানুষ/ ঠেলাঠেলি/ সান্নিধ্য
) ভীড় (
বর্তমানের সময় ভয়ের ব্যাপার ।
৬৬৭
সাবধান/ যত্ন/ নজর
) সতর্কতা (
সকলের জন্য বড় প্রয়োজন ।
৬৬৮
দৈবিক/ অনাবিষ্কৃত/ সমাধানহীন
) রহস্য (
শরীরে রোমান্ঞ্চ বয়ে যায় ।
৬৬৯
শব্দহীন/ কল্পনাময়/ অনুভূতিময়
) নির্জনতা (
কবিকুলের প্রাত্যহিক ভালোবাসার স্থান ।
৬৭০
যৌন/ আশীর্বাদ/ বাহবা
) সংস্পর্শ (
জীবনে আবেগে কৃতিত্বে ঘটে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন