কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
রোদের প্রার্থনা । নির্মল বসাক । ইয়ং রাইটার্স । দশ টাকা ।
' এখন জেনে গেছি কবি মারা গেলে শুঁড়ির দোকানী ছাড়া/ আর কাক পক্ষীটিও জানে না । ' কিংবা ' আমার মিইয়ে যাওয়া শব্দমালাকে একটু ঝরঝরে করে তুলি / তারপর যদি যেতে বলো বিষের সমীপে আমি গাঢ় হয়ে যাব ' -এর মতো বশ করে রাখার মতো পংক্তি লিখতেন প্রয়াত কবি নির্মল বসাক । কবির দীর্ঘ কবিতা জীবনে যে কবিতার সন্ধান পাই তাতে এক মায়ামাখা অতি সাধারণভাবে বলে যাওয়ার যে কৌশল তিনি পাঠকবর্গকে চিনিয়েছেন তা শিক্ষণীয় হয়ে ওঠে তাঁর কাব্যগ্রন্থ 'রোদের প্রার্থনা ' ( প্রকাশ ১৯৮৭) -য়।
সে কারণে জম্পেশ করে মনে ধরে যায় এই সব পংক্তি যা নিয়ে ভাবতে ভাবতে এক অতিন্দ্রিয় অবস্থানে পৌঁছোবার চেষ্টা করা যায় । ' হাতের তালুতে যখন গন্ধ পাওয়া যায়/ বালিকা বাজিয়ে যায় তুমুল খুশির ম্যারাকাস/ সেই গন্ধে গভীর প্রবাস ।' ( ' গন্ধ নিয়ে ') ,
' কুয়াশা সরিয়ে পৃথিবীটা এখনো মাঝে মাঝে ভুল হয়ে যেতে চায় নাকি ' ( ' বোধোদয় ') , ' এই হতভাগা দেশে আমরা কাজ করতেও শিখিনি/ প্রেম করতেও শিখিনি ' ( ব্যস ) এর মতো পংক্তির ভেতর দিয়ে কবির তুমুল শব্দপ্রকরণ ও জাদুবাস্তবতা তন্নিষ্ঠ করে ।
কবি জানিয়ে গেছেন কবিতার জন্য কোন ভুলভুলাইয়ার প্রয়োজন নেই । ' রোদের প্রার্থনা ' সে কারণে সার্থক । তিনি বেঁচে থাকবেন এ কারণে পাঠক মনে । শ্যামল সেনের প্রচ্ছদ কবিতার মতোই সোজাসাপ্টা ।
রোদের প্রার্থনা । নির্মল বসাক । ইয়ং রাইটার্স । দশ টাকা ।
' এখন জেনে গেছি কবি মারা গেলে শুঁড়ির দোকানী ছাড়া/ আর কাক পক্ষীটিও জানে না । ' কিংবা ' আমার মিইয়ে যাওয়া শব্দমালাকে একটু ঝরঝরে করে তুলি / তারপর যদি যেতে বলো বিষের সমীপে আমি গাঢ় হয়ে যাব ' -এর মতো বশ করে রাখার মতো পংক্তি লিখতেন প্রয়াত কবি নির্মল বসাক । কবির দীর্ঘ কবিতা জীবনে যে কবিতার সন্ধান পাই তাতে এক মায়ামাখা অতি সাধারণভাবে বলে যাওয়ার যে কৌশল তিনি পাঠকবর্গকে চিনিয়েছেন তা শিক্ষণীয় হয়ে ওঠে তাঁর কাব্যগ্রন্থ 'রোদের প্রার্থনা ' ( প্রকাশ ১৯৮৭) -য়।
সে কারণে জম্পেশ করে মনে ধরে যায় এই সব পংক্তি যা নিয়ে ভাবতে ভাবতে এক অতিন্দ্রিয় অবস্থানে পৌঁছোবার চেষ্টা করা যায় । ' হাতের তালুতে যখন গন্ধ পাওয়া যায়/ বালিকা বাজিয়ে যায় তুমুল খুশির ম্যারাকাস/ সেই গন্ধে গভীর প্রবাস ।' ( ' গন্ধ নিয়ে ') ,
' কুয়াশা সরিয়ে পৃথিবীটা এখনো মাঝে মাঝে ভুল হয়ে যেতে চায় নাকি ' ( ' বোধোদয় ') , ' এই হতভাগা দেশে আমরা কাজ করতেও শিখিনি/ প্রেম করতেও শিখিনি ' ( ব্যস ) এর মতো পংক্তির ভেতর দিয়ে কবির তুমুল শব্দপ্রকরণ ও জাদুবাস্তবতা তন্নিষ্ঠ করে ।
কবি জানিয়ে গেছেন কবিতার জন্য কোন ভুলভুলাইয়ার প্রয়োজন নেই । ' রোদের প্রার্থনা ' সে কারণে সার্থক । তিনি বেঁচে থাকবেন এ কারণে পাঠক মনে । শ্যামল সেনের প্রচ্ছদ কবিতার মতোই সোজাসাপ্টা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন