কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
চন্দন কাঠের সেঁজুতি। অচিন্ত্য মাজী । আদম । চল্লিশ টাকা ।
' আমিও ঐ তুলসীমন্ঞ্চের কাছ থেকেই জেনে যাই প্রকৃত প্রণাম , শিখে নিই আলো জ্বালাতে। ; ' আমাকে আগন্তুকের ছোঁয়া দেবে বলে প্রকৃতি আনন্দে ফুলে ফুলে উঠছে ' র মতো ভালো লাগা উচ্চারণের ভেতর দিয়ে ধীরে ধীরে লক্ষ্যপথে যাবার দিকটি উজ্জ্বল করেছেন কবি অচিন্ত্য মাজী তাঁর ' চন্দন কাঠের সেঁজুতি ' কাব্যগ্রন্থের আঠাশটি কবিতার মাধ্যমে ।
কবি অচিন্ত্যর কবিতার প্রধান গুণ তাঁর প্রতিটি লাইনের মাধ্যমে কবিতার মাধুর্য ছুঁড়ে দেওয়া, প্রধান দোষ অহেতুক বেশি কথা বলার প্রবণতা । তাঁর কবিতার ভেতরে এক স্বগতোক্তি ভিত্তিক গল্প লেগে থাকে যা বাস্তব ও স্বপ্নের ভেতরে নিয়ে যায় আমাদের ।
তাঁর কবিতা বিবরণ ভিত্তিক যার সঙ্গে আলগা করে লেগে থাকে কাব্যিকতা । যা আমাদের তাকে বিশেষভাবে চেনায়। ' ঐ দ্যাখো সন্ন্যাসী হেঁটে চলেছেন আরো কোন অগ্নিগড়ের মিথ্যা আয়োজনকে সত্যি করে তুলতে ' কিংবা ' সারা রাতের প্রশ্নচিহ্ন মুছে ফেলে রাখাল বালক আঁচলে কুড়িয়ে নেয় হেমন্ত সকালের স্নিগ্ধ মাধুর্য । ' -র মতো তাঁর কাব্যিক উপলব্ধি আমার কথাকে সমর্থন করে ।
অচিন্ত্যর আরো বেশি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ বাধা তাঁর আবেগ । যা অনেক সময় কবিতার যৌক্তিক দিকটি নষ্ট করে । কবি ভেবে দেখবেন । পার্থপ্রতিম দাসের প্রচ্ছদ দায়সারা ।
চন্দন কাঠের সেঁজুতি। অচিন্ত্য মাজী । আদম । চল্লিশ টাকা ।
' আমিও ঐ তুলসীমন্ঞ্চের কাছ থেকেই জেনে যাই প্রকৃত প্রণাম , শিখে নিই আলো জ্বালাতে। ; ' আমাকে আগন্তুকের ছোঁয়া দেবে বলে প্রকৃতি আনন্দে ফুলে ফুলে উঠছে ' র মতো ভালো লাগা উচ্চারণের ভেতর দিয়ে ধীরে ধীরে লক্ষ্যপথে যাবার দিকটি উজ্জ্বল করেছেন কবি অচিন্ত্য মাজী তাঁর ' চন্দন কাঠের সেঁজুতি ' কাব্যগ্রন্থের আঠাশটি কবিতার মাধ্যমে ।
কবি অচিন্ত্যর কবিতার প্রধান গুণ তাঁর প্রতিটি লাইনের মাধ্যমে কবিতার মাধুর্য ছুঁড়ে দেওয়া, প্রধান দোষ অহেতুক বেশি কথা বলার প্রবণতা । তাঁর কবিতার ভেতরে এক স্বগতোক্তি ভিত্তিক গল্প লেগে থাকে যা বাস্তব ও স্বপ্নের ভেতরে নিয়ে যায় আমাদের ।
তাঁর কবিতা বিবরণ ভিত্তিক যার সঙ্গে আলগা করে লেগে থাকে কাব্যিকতা । যা আমাদের তাকে বিশেষভাবে চেনায়। ' ঐ দ্যাখো সন্ন্যাসী হেঁটে চলেছেন আরো কোন অগ্নিগড়ের মিথ্যা আয়োজনকে সত্যি করে তুলতে ' কিংবা ' সারা রাতের প্রশ্নচিহ্ন মুছে ফেলে রাখাল বালক আঁচলে কুড়িয়ে নেয় হেমন্ত সকালের স্নিগ্ধ মাধুর্য । ' -র মতো তাঁর কাব্যিক উপলব্ধি আমার কথাকে সমর্থন করে ।
অচিন্ত্যর আরো বেশি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ বাধা তাঁর আবেগ । যা অনেক সময় কবিতার যৌক্তিক দিকটি নষ্ট করে । কবি ভেবে দেখবেন । পার্থপ্রতিম দাসের প্রচ্ছদ দায়সারা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন