কবিতা
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৯
সোমনাথ বেনিয়া
হাতের কব্জির ভিতর যে ব্যথা তা কি প্রেমিকার অনুক্ত চুম্বন
কনুইয়ের সংকেত বুঝতে রোমকূপ ডিঙিয়ে মন জলের প্রিয়সখা
আপ্তবাক্যের প্রতিধ্বনি আলটাকরায় ঝুলে শ্রাবণের ঝুলন
এরপর নির্জনতা প্রিয় কবির পঙ্ক্তি নিয়ে কার্নিসে বসে
সরু শ্যাওলার সমীকরণ ছায়াপথের অন্যতম ক্ষুদ্র সংস্করণ
জলের ব্যবচ্ছেদ থেকে মুখ তোলে পোকাদের অতৃপ্ত যৌনতা
অনেক কষ্টে তালব্য বর্ণ উচ্চারণ যেন শিশুর প্রথম রিলিফ
বারান্দার যে ধুলো পায়ের স্পর্শ পায় না তাকেই পুণ্য ধরি
স্বাস্থ্য কেন্দ্রের রোগীর আয়ুতে ছড়াবো লাইফ লাইন বৃদ্ধিতে
শব্দ, আহা, মধুর সে শব্দ কার শাঁখা-পলা তখন অভয়সূচক
মুখের জড়ুলে ফুটে থাকে কোনো অচেনা ফুলের রেণুকথা
নখ দিয়ে খোঁটার ছলে স্পর্শের আত্মসংযমকে পরিমাপ করা
যত প্রচ্ছন্ন প্রেম আত্মহত্যা করে সবই কি প্রকটের ভাষায় গড়া
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৯
সোমনাথ বেনিয়া
হাতের কব্জির ভিতর যে ব্যথা তা কি প্রেমিকার অনুক্ত চুম্বন
কনুইয়ের সংকেত বুঝতে রোমকূপ ডিঙিয়ে মন জলের প্রিয়সখা
আপ্তবাক্যের প্রতিধ্বনি আলটাকরায় ঝুলে শ্রাবণের ঝুলন
এরপর নির্জনতা প্রিয় কবির পঙ্ক্তি নিয়ে কার্নিসে বসে
সরু শ্যাওলার সমীকরণ ছায়াপথের অন্যতম ক্ষুদ্র সংস্করণ
জলের ব্যবচ্ছেদ থেকে মুখ তোলে পোকাদের অতৃপ্ত যৌনতা
অনেক কষ্টে তালব্য বর্ণ উচ্চারণ যেন শিশুর প্রথম রিলিফ
বারান্দার যে ধুলো পায়ের স্পর্শ পায় না তাকেই পুণ্য ধরি
স্বাস্থ্য কেন্দ্রের রোগীর আয়ুতে ছড়াবো লাইফ লাইন বৃদ্ধিতে
শব্দ, আহা, মধুর সে শব্দ কার শাঁখা-পলা তখন অভয়সূচক
মুখের জড়ুলে ফুটে থাকে কোনো অচেনা ফুলের রেণুকথা
নখ দিয়ে খোঁটার ছলে স্পর্শের আত্মসংযমকে পরিমাপ করা
যত প্রচ্ছন্ন প্রেম আত্মহত্যা করে সবই কি প্রকটের ভাষায় গড়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন