#১টি তোল্লা না দেয়া কবিতা
অভিজিৎ দাসকর্মকার
রাত এখন অনেকটাই লঘু । পাশপকেটে এনভেলপ মুড়ে রাখা অনেক আগের থেকে ভালো লাগা কিছু মুহূর্ত, শিহরিত ব্যাসবাক্যসহ ক্ষতচিহ্ন ঘেঁষিয়ে দাঁড়িয়ে।
এই অসংখ্য গণিত টোকা রইল শহরের গোঁগানিতে।
যা তা পরিস্থিতি চলছে আজকাল পশ্চিম দেয়াল বরাবর।
এতো শরীর শরীর করা হচ্ছে, কারণ গোটা শরীরেই কাঁথা সেলাই করা হয়েছে আর ঝমঝম করে কতো বানান ভুল স্রেফ জলকাচ করে অবয়বের নিচে মেলা___
এ সমস্ত খনিজ শব্দরা ব্রীজ হয়ে দাঁড়িয়ে।
জনগণ। তলপেট কুঁনিয়ে ওঠা। চশমার ফাঁকের তোল্লা দেয়া কথা।
সেই কবে থেকেই সিনেমায় বৃষ্টি হলে গাঢ় শরীরে বিষ্ণুপুর সাজানো হয়ে যায় অথবা বিকেলের রাস্তায় ঝাঁপিয়ে পড়া বর্ষার ক্যাটস্-আই দৃষ্টি।
দূরে পোলা তো নয়,সে আগুনের গোলার টুকরো টুকরো শব্দ আর বাড়ি ফেরার রসায়নযুক্ত সময়ে ৪:৪০ এর সুপার ফাস্টের ৯৫ টাকার টিকিট হাতে কফি with উর্বশী অথবা মাধবী সিরাপ খাওয়া চলছে____
*
অভিজিৎ দাসকর্মকার
রাত এখন অনেকটাই লঘু । পাশপকেটে এনভেলপ মুড়ে রাখা অনেক আগের থেকে ভালো লাগা কিছু মুহূর্ত, শিহরিত ব্যাসবাক্যসহ ক্ষতচিহ্ন ঘেঁষিয়ে দাঁড়িয়ে।
এই অসংখ্য গণিত টোকা রইল শহরের গোঁগানিতে।
যা তা পরিস্থিতি চলছে আজকাল পশ্চিম দেয়াল বরাবর।
এতো শরীর শরীর করা হচ্ছে, কারণ গোটা শরীরেই কাঁথা সেলাই করা হয়েছে আর ঝমঝম করে কতো বানান ভুল স্রেফ জলকাচ করে অবয়বের নিচে মেলা___
এ সমস্ত খনিজ শব্দরা ব্রীজ হয়ে দাঁড়িয়ে।
জনগণ। তলপেট কুঁনিয়ে ওঠা। চশমার ফাঁকের তোল্লা দেয়া কথা।
সেই কবে থেকেই সিনেমায় বৃষ্টি হলে গাঢ় শরীরে বিষ্ণুপুর সাজানো হয়ে যায় অথবা বিকেলের রাস্তায় ঝাঁপিয়ে পড়া বর্ষার ক্যাটস্-আই দৃষ্টি।
দূরে পোলা তো নয়,সে আগুনের গোলার টুকরো টুকরো শব্দ আর বাড়ি ফেরার রসায়নযুক্ত সময়ে ৪:৪০ এর সুপার ফাস্টের ৯৫ টাকার টিকিট হাতে কফি with উর্বশী অথবা মাধবী সিরাপ খাওয়া চলছে____
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন