বুলগেরিয়ার আধুনিক কবিতা
রুদ্র কিংশুক
একাতেরিনা যোসিফোভা-র কবিতা
১.
সাদা সাপ
আর আমি যদি ঠিক কল্পনা করি
যেটা আমি করতাম আমি যদি
সচেতন সরীসৃপ হতাম!---- বলতে গেলে,
আমিই তুলে নিতাম আপেলটা
আমি কোন অজ্ঞ মেয়ের হাতে তা দিতাম না, আদমের চেয়ে অনেক কম; তারপর
আমি তা খেতে আরম্ভ করতাম, একাই,
একটু একটু করে;
সচেতনতা, জ্ঞান,
সাবধানতা।
২.
আমরা চেষ্টা করেছিলাম
সাঁতার কাটা
দুজনেই একটা হাতে
আমার বাম হাত, তার দক্ষিণ,
তার বাম আমার কোমর জড়ানো,
আমার দক্ষিণ তার কাঁধে,
এটা নয় যে আমরা চেষ্টা করিনি।
৩.
ভূগোল জানা দরকার নেই
বিষয়টা অনুবাদে নয়, তারা এক কথায়
বিশ্বাস করতে চায়নি, যে দেশটা
তাদের সেনারা দখল করেছিল
আশঙ্কায়
সে দেশটা তাদের তাদের সীমান্তের কাছে নয় এবং এমনকি
সেটা অন্য এক মহাদেশে।
আমরা তাদের দেখালাম মানচিত্র।
তারা একবার তাকাল তার দিকে।
মেয়েটি বলল: এটা কি বুলগেরিয়ার বুলগেরিয়ার কি বুলগেরিয়ার বুলগেরিয়ার মানচিত্র?
তারা বিরক্তিকর ভাবে হাসলো হাসলো।
সবকিছু তাদের কাছে আবার অর্থপূর্ণ হলো।
৪.
গুলি !
কার্ডিগানের পকেটের ভেতর দিয়ে
যার সেলাইটা আগোছালো
তুমি শূন্যে গুলি ছুড়লে নিচ থেকে ওপরে
হুড়োহুড়িতে
কেউ তোমার দিকে তাকাল না,
কেউ সন্দেহ করল না তোমাকে
কেউ মনেও রাখলোনা তোমাকে। এটা খুবই সুবিধাজনক
একজন বুড় মহিলা হওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন