আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৬৯৬
উচ্ছিষ্ট/ অপাংক্তেয়/ প্রয়োজনহীন
) ফেলনা (
তারও কিছু মাহাত্ম্য থাকে ।
৬৯৭
চোখ/ দেখা/ ভঙ্গি
) চাউনি (
বুঝিয়ে দেয় প্রেম ক্রোধ ।
৬৯৮
উচ্চারণ/ মুখভঙ্গি/ কন্ঠমাধুর্য
) সংলাপ (
সব মিলিয়ে জমজমাট অভিনয় ।
৬৯৯
রুক্ষ/ ক্যাকটাস/ উট
) মরুভূমি (
মাঝে মধ্যে মরুদ্যানও আছে ।
৭০০
হলুদ/ কেল্লা/ সত্যজিত
) সোনারকেল্লা (
মন পর্যটক হয়ে যায় !
নীলাঞ্জন কুমার
৬৯৬
উচ্ছিষ্ট/ অপাংক্তেয়/ প্রয়োজনহীন
) ফেলনা (
তারও কিছু মাহাত্ম্য থাকে ।
৬৯৭
চোখ/ দেখা/ ভঙ্গি
) চাউনি (
বুঝিয়ে দেয় প্রেম ক্রোধ ।
৬৯৮
উচ্চারণ/ মুখভঙ্গি/ কন্ঠমাধুর্য
) সংলাপ (
সব মিলিয়ে জমজমাট অভিনয় ।
৬৯৯
রুক্ষ/ ক্যাকটাস/ উট
) মরুভূমি (
মাঝে মধ্যে মরুদ্যানও আছে ।
৭০০
হলুদ/ কেল্লা/ সত্যজিত
) সোনারকেল্লা (
মন পর্যটক হয়ে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন