কথকতা
----------------
শ্রাবণী গুপ্ত
তোমাকেই পছন্দ করি
ওগো গহন-কালো ওগো মেঘলা-বেলা
আমি সময়ের সমস্ত আয়ুধে শান দিতে দিতে
শিখে নিয়েছি আয়ুক্ষয়ের প্রস্তাবনা
সারাদিন যেদিন রৌদ্র ওঠে না
আমি গোছানো শীতের মতো শুয়ে থাকি
যেন গুটিশুটি
সারাদিন যেদিন আলো জ্বলে না
আমি চেনা আগুনের কাছে হাত পেতে থাকি
যেন হোমো ইরেক্টাসটি
তোমাকেই পছন্দ করি
ওগো প্রাচীন-শব্দ ওগো আদি-সংকেত
আমি নৈঃশব্দ্যের বুকে কান পেতে পেতে
শুনেছি যে কত কথকতা|
----------------
শ্রাবণী গুপ্ত
তোমাকেই পছন্দ করি
ওগো গহন-কালো ওগো মেঘলা-বেলা
আমি সময়ের সমস্ত আয়ুধে শান দিতে দিতে
শিখে নিয়েছি আয়ুক্ষয়ের প্রস্তাবনা
সারাদিন যেদিন রৌদ্র ওঠে না
আমি গোছানো শীতের মতো শুয়ে থাকি
যেন গুটিশুটি
সারাদিন যেদিন আলো জ্বলে না
আমি চেনা আগুনের কাছে হাত পেতে থাকি
যেন হোমো ইরেক্টাসটি
তোমাকেই পছন্দ করি
ওগো প্রাচীন-শব্দ ওগো আদি-সংকেত
আমি নৈঃশব্দ্যের বুকে কান পেতে পেতে
শুনেছি যে কত কথকতা|
ভাল লেগেছে।👍
উত্তরমুছুনবাহ
উত্তরমুছুন