মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪০ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪০ 
সোমনাথ বেনিয়া



নিজের ভিতরে ঘুরছে, ভাইস ভার্সা হিসাবে আমি ও পৃথিবী
এভাবে সমীক্ষায় পাওয়া আয়ুর কাছে পৌঁছে ছেড়েছি হাঁপ
সব বরাদ্দ অঙ্ক হাতের করে রেখে বন্ধ মুঠো হয়েছে মুখবন্ধ
দেখি খাঁটি মাংসের মানুষ আর নেই সেভাবে, সব‌ই হাইব্রিড
দর কষাকষি নেই, বিক্রেতা জানে যা গছাবো তাতেই লাভ
নিজেকে নিজেই বিকচ্ছি সন্ন‍্যাসী সেজে পরমান্ন আলোয়
মোরগের ঝুঁটিতে ভোরের অলীক স্বপ্ন শিশিরে ভিজে থাকে
কোন ডাকে প্রস্ফুটিত ফুল ঝরে, চোখের প্রিয় ক‍্যানভাস নীল
প্রশ্নোত্তরপর্বে চতুর ঈর্ষা আজকাল ছাদের টবে ক‍্যাকটাস
তাই কাটা আর গোটার মধ‍্যে কোনো বিবাদ নেই, রসালো
ঠোঁটের কাছে চার প্রহরের স্বাদ অটুট থাকে জানে শিশু
যার জন‍্য তোলা রয়েছে সেও ডুবে-ডুবে শেষে তলানিতে ঠেকে
একবুক শ্বাস নিয়ে কেউ প্রতিদিন নক্ষত্রে খোঁজে তার মাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...