মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || অচেনা গলির আশকারা

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 

অচেনা গলির আশকারা । আশিস গোস্বামী । ভিন্নমুখ । ষাট টাকা ।

' দরজায় দাঁড়িয়ে/  তাকে কিছু না দেওয়ার চেয়ে/  শূন্য দেওয়া ভালো ' ( 'শূন্য ') , ' আমার পুরনোয় /  অসুখের সুখ / কখনো সেও এক অলঙ্কার ' ( ' অলঙ্কার ')-এর মতো পংক্তি কণা কাছে এসে পড়লে মনকে উন্মন করে তুলতে পারে কুটিল জীবন যাপনের সময় । কবি আশিস গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থ (২০১১) ' পাখি এক বৃত্ত পদ্ধতি ' -র সমালোচনা করতে গিয়ে যেসব ত্রুটি পেয়েছিলাম চার বছর পর তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'অচেনা গলির আশকারা ' তে তা অনেকটাই অন্তর্হিত ।
                কবিকে পড়তে পড়তে দেখতে পাই তার কবিতার শব্দগুলোর ভেতর দিয়ে যা ভাবনা আমাদের ভেতরে ছড়িয়ে দেন, তাকে যৌক্তিক অনুষঙ্গ অনেকের না মনে হতে পারে । তবে যদি নিজের টিপিক্যাল চেতনা থেকে সরে  কবির চেতনার সঙ্গে একাত্ম হওয়া যায় তবে এর সার্থকতা খুঁজে পাওয়া যাবে । হয়তো কবির এমনই উদ্দেশ্য নিয়ে এ কাব্যগ্রন্থ ।
          সে কারণে তিনি বলে ওঠেন:  'আমি শুয়ে আছি/  আকাশে দোদুল চোখ ' , ' হলকা দিন/  নাম লিখছি/  ভুল তুরুপের বিষুব ' । তপন বিশ্বাসের প্রচ্ছদে মনের দোলাচলের কিছু গ্রাফ উঠে আসে । যেখানে মন নিজস্ব ভাবনা তৈরি করে নেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...