নিশান
ইয়াসিন খান
শব্দের মত এই পৃথিবীর ছবি
আকাশের পথ নির্জনতার ছোঁয়ায়
অমাবস্যা রাতে ছায়া ঢাকা মহানগর
বৃষ্টি জলে ডুবে গেছে অনুভব
স্বাদহীন স্বপ্নের ভীড়
মৃতের খবর এখানে নিবিড়
ভোর রাতে ছায়া বৃষ্টি জলে
নীতি সব বিভ্রান্তির জাঁতা কলে
নয়া স্বাভাবিকতায় জীবন
ঝুঁকি হবে শেষ
বন্যা ক্লান্ত পুরাতন মন
আসুক নতুন সৃজন মেঘ
বাস্তবের ঢেউ আদর্শের ফাঁদে
অনেকেই নোনা মাছ রাঁধে
সাগরের বুকে রামধনু রং
স্মৃতি জুড়ে আলেয়া সং
কথা ও গান সুর হীন
বাস্তবের গতি হীনতায়
আদর্শ ভরা জোয়ার হাওয়ায়
বিকেলে ভোরের নিশান উড্ডীন
ইয়াসিন খান
শব্দের মত এই পৃথিবীর ছবি
আকাশের পথ নির্জনতার ছোঁয়ায়
অমাবস্যা রাতে ছায়া ঢাকা মহানগর
বৃষ্টি জলে ডুবে গেছে অনুভব
স্বাদহীন স্বপ্নের ভীড়
মৃতের খবর এখানে নিবিড়
ভোর রাতে ছায়া বৃষ্টি জলে
নীতি সব বিভ্রান্তির জাঁতা কলে
নয়া স্বাভাবিকতায় জীবন
ঝুঁকি হবে শেষ
বন্যা ক্লান্ত পুরাতন মন
আসুক নতুন সৃজন মেঘ
বাস্তবের ঢেউ আদর্শের ফাঁদে
অনেকেই নোনা মাছ রাঁধে
সাগরের বুকে রামধনু রং
স্মৃতি জুড়ে আলেয়া সং
কথা ও গান সুর হীন
বাস্তবের গতি হীনতায়
আদর্শ ভরা জোয়ার হাওয়ায়
বিকেলে ভোরের নিশান উড্ডীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন