সন্দেশ
দেবাশিষ সরখেল
দেশের নাম সন্দেশ। সেই দেশে এক মুখোশহীন মানুষ ঢুকে পড়েছে। এ্যাতো টাইট সিকিউরিটি সিস্টেম থাকতে ব্যাটা ঢুকলো কি করে। রাজরাজেশ্বর ভেবে পান না।
এদেশে মানুষ মানে মুখোশ, মুখোশের আড়ালে সব মানুষ।
এও অতি গোপন সূত্রে শোনা যাচ্ছে, বেশ কিছু বেয়াদপ মূখোশ ফেলে গান শুনছে, প্রেম, স্নেহ দাম্পত্যের ব্যাপারে ঐ আহাম্মকের লেকচারবাজী দেখছে। সংখ্যা করোনা সঙ্ক্রমনের মতো বাড়তির দিকে। সংক্রমণই বটে।
অবশেষে সেই যাদুকরের কাছে রাজরাজেশ্বর নিজে হাজির।
-দেখি তোমার ক্ষমতা, আমায় মুখোশমুক্ত করো।
যাদুকর বলেন, এ তো রক্তমাংস, অস্থিমজ্জাময় খোলা যাবে না।
বলেন, তোমার পে-টিএম বলো, যত চাও দিচ্ছি কিম্বা ক্যাশ নিলে ক্যাশ, ঝামেলা থাকবে না।
যাদুকর নিরুত্তর। একটুও ভয় না পেয়ে রহস্যের হাসি হাসে।
ক্ষোভে, অভিমানে গভীর নিশীথে রাজরাজেশ্বর সূর্যোকরো হল প্রাসাদের গায়ে সজোরে মাথা ঠোকেন, মুখোশ ভেঙে চৌচির।
খণ্ড মুকুটের ওপর এক কুকুর ঠ্যাং তোলে।
দেবাশিষ সরখেল
রঘুনাথপুর
পুরুলিয়া (পশ্চিমবঙ্গ), সূচক – ৭২৩১৩৩
ফোন – ৯৯৩২৬৬৭৮৮১
দেবাশিষ সরখেল
দেশের নাম সন্দেশ। সেই দেশে এক মুখোশহীন মানুষ ঢুকে পড়েছে। এ্যাতো টাইট সিকিউরিটি সিস্টেম থাকতে ব্যাটা ঢুকলো কি করে। রাজরাজেশ্বর ভেবে পান না।
এদেশে মানুষ মানে মুখোশ, মুখোশের আড়ালে সব মানুষ।
এও অতি গোপন সূত্রে শোনা যাচ্ছে, বেশ কিছু বেয়াদপ মূখোশ ফেলে গান শুনছে, প্রেম, স্নেহ দাম্পত্যের ব্যাপারে ঐ আহাম্মকের লেকচারবাজী দেখছে। সংখ্যা করোনা সঙ্ক্রমনের মতো বাড়তির দিকে। সংক্রমণই বটে।
অবশেষে সেই যাদুকরের কাছে রাজরাজেশ্বর নিজে হাজির।
-দেখি তোমার ক্ষমতা, আমায় মুখোশমুক্ত করো।
যাদুকর বলেন, এ তো রক্তমাংস, অস্থিমজ্জাময় খোলা যাবে না।
বলেন, তোমার পে-টিএম বলো, যত চাও দিচ্ছি কিম্বা ক্যাশ নিলে ক্যাশ, ঝামেলা থাকবে না।
যাদুকর নিরুত্তর। একটুও ভয় না পেয়ে রহস্যের হাসি হাসে।
ক্ষোভে, অভিমানে গভীর নিশীথে রাজরাজেশ্বর সূর্যোকরো হল প্রাসাদের গায়ে সজোরে মাথা ঠোকেন, মুখোশ ভেঙে চৌচির।
খণ্ড মুকুটের ওপর এক কুকুর ঠ্যাং তোলে।
দেবাশিষ সরখেল
রঘুনাথপুর
পুরুলিয়া (পশ্চিমবঙ্গ), সূচক – ৭২৩১৩৩
ফোন – ৯৯৩২৬৬৭৮৮১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন