শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || আয়ুর দরজা

কিছু বই কিছু কথা। নীলাঞ্জন কুমার

আয়ুর দরজা । অরূপ আচার্য । বইপত্তর । দশ টাকা ।

অরূপ আচার্য সেই জাতের কবি যিনি কম লেখেন, ভাবেন বেশি ।  মনের ভেতর সারাক্ষণ যাঁর চলাচল করে নানান রূপকল্প  , যার সামান্য অংশ তিনি লিখে রাখেন , বাকিটা ফেলে দেবার জন্য যাঁর কোন আফশোস নেই। ২০০০ সালে প্রকাশিত কাব্য পুস্তিকা
'আয়ুর দরজা ' - য় তিনি ছেঁকে ছেঁকে শব্দ সাজিয়েছেন যা পাঠক হিসেবে বিশেষ পাওয়া । মনে লেগে যায় তাঁর উচ্চারণ  : ' পাণ্ডুলিপি বুকে করে শুয়ে আছে সমালোচক ও পাঠকের চোখের অন্ধকারে/  একা,  অস্থি ভেসে যায়  জলে-  '  ( শামুক ')।
             ' আয়ুর দরজা ' -তে কোন ছলনা নেই,  আছে তাঁর কিছু বিশ্বাস । তাঁর কাছে দৃঢ়ভাবে মিশে যাওয়া শব্দচয়ন,  কিছু স্বগতোক্তি যা রক্তে সংবহিত হয় । জন্ম মৃত্যু দোলাচল এখানে দেখতে পাই,  যার কোনো পরিণতির কথা বলেন না কবি ।
        কবি যখন লেখেন  ' মানুষের ঘেমো গন্ধে ভেসে যাচ্ছে পত্রিকা দপ্তর ।/ অন্য কোন গন্ধ নেই ।  গন্ধ নেই হ্ঋদয়ের / মুখগুলো কঙ্কাল হয়ে এগিয়ে আসছে । ' তখন তাঁর মৃত্যুচিন্তা আরো জোরালো হয় । কবির কবিতার প্রধান বৈশিষ্ট্য তাঁর স্বাভাবিকত্ব । যা আঁকড়ে গড়ে তুলেছেন তাঁর  কাব্য পুস্তিকা । হিরণ মিত্রের প্রচ্ছদ সংক্ষেপে ব্রহ্মান্ড দেখানোর প্রয়াস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...