রবিবার, ২ আগস্ট, ২০২০

সুধাংশুরঞ্জন সাহা-র দু'টি অণুকবিতা


সুধাংশুরঞ্জন সাহা-র দু'টি অণুকবিতা



মানচিত্রের ত্রুটি
---------------------
কান্না গিলতে গিলতে আজ আমরা
বেলা শেষের আলোয় মাপা বিকেলে
পুকুরঘাট, শাপলাপাতা অথবা
শ্যাওলা গুল্মে মুখিয়ে থাকা অবেলা,
কখনও কি প্রশ্ন তুলতে পেরেছি,
মানচিত্রের পুরনো কোন ত্রুটির !
-------------------

দূরত্ব
-------
আমার আঙ্গুলের ডগায় জ্বরের আতঙ্ক।
চোখ বেয়ে নামছে মেঘের সূচিপত্র।
বুকের ভিতর পাথর ভাঙছে বিপণ্নতা ।
ক্রমশঃ আমাকে ঘিরছে দূরত্ব ।


৩টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...