আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
নীলাঞ্জন কুমার
৬৫১
ঈর্ষা/ অশ্রদ্ধা/ অসম্মান
) পরশ্রীকাতর (
হলে পরিবেশে ভরে দেয় ।
৬৫২
চিৎকার/ হুঙ্কার/ গর্জন
) আস্ফালন (
দেখিয়ে যারা লাভ চায় ।
৬৫৩
সুন্দর/ মর্মস্পর্শী/ অসাধারণ
) আরশিনগর (
যেথায় আনন্দ বসত করে ।
৬৫৪
লাঠি/ চাবুক/ তলোয়ার
) আঘাত (
সহ্যেরও কিছু সীমারেখা থাকে ।
৬৫৫
নির্মল/ নিষ্কলুষ/ নির্বিষ
) জীবন (
কোথায় গেলে পাওয়া যায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন