মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

সৃৃৃৃজনে আনন্দসাগর || মৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

সৃৃৃৃজনে আনন্দসাগর
মৃৃৃত্যুঞ্জয় জানা



হেঁটে যাচ্ছে ভিড়-ধূলোভর্তি -মাখা রঙে
নতুন কিছু ভাবনার ভিড়ে নয় সৃজন,
ধূলোয় স্বর্ণ -বুঝে, না বুঝে ৷ গভীর অন্ধকারে পথ৷

স্রোত ছুটছে ৷ বাঁকা পথে সৃজন
দোতারায় পাশ্চাত্যে মননে গেঁথে দিয়ে ছিল
বাংলার ধুন -মত্ততা ৷
গঙ্গার তীরে হাঁটার ভিড় বহু পরে মেনে ছিল-
মাঠঘাট নদীনালা শঙ্খচিল-বাতাসের ঝংকারে আছে প্রাণ৷
তার পর শুধু
খেতাব ৷ পায়ের ছোঁয়ার ভিড়ে হারিয়েছে সৃজন!

সৃজন আবার ছুঁয়েছে শিল্পে
                     ৷
নতুন দিয়ে-বিলিয়ে লাল মাটির ধূলোয়
বীরসিংহের স্বর্ণমৃত্তিকায় গেঁথেছে চিন্তার শিল্প
                        আনন্দ সাগর ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...