সোমবার, ১০ আগস্ট, ২০২০

চিয়ার্স || অমিত কাশ‍্যপ || কবিতা

চিয়ার্স
অমিত কাশ‍্যপ


একটা ভুল বোঝাবুঝি নিয়ে
আক্ষেপ কর না
ধরে নাও এটা একটা দুর্ঘটনা
কেটে গেছে, জুড়ে গেছে আগের মতো
রাতের পরে সোনালি দিন যেমন হেসে ওঠে

আমরা তো চিরটা কাল গৃহবন্দি থাকব না
প্রিয় মুখগুলো আবার ভেসে উঠবে
আমরা আবার সামনে দাঁড়িয়ে বলব
রাতের আঁধার এমনই, কেটে গেছে
আসুন সবাই চিয়ার্স করি



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...