মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || রক্তক্ষরণের শব্দলিপি ।

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 

রক্তক্ষরণের শব্দলিপি । অদীপ ঘোষ । কবিতা ক্যাম্পাস । আশি টাকা ।

অত্যন্ত সঠিকভাবে কবি অদীপ ঘোষের কাব্যগ্রন্থ 'রক্তক্ষরণের শব্দলিপি ' র ব্লার্বে লেখা হয়েছে :  '  তিনি বিদ্ধ হন । এবং সংবেদনশীল কারণেই ঔদাসীন্য নয়,  তিনি লিপিবদ্ধ করতে চান তাঁর অনুভব,  আতিশয্যহীন, কবিতা আকারে ।' আর তা সমর্থন করে তাঁর কবিতার উচ্চারণ:  '  দুধসাদা রঙ মেখে ঘুম থেকে যে ভোর জাগালো/  তারও গায়ে পোড়া পোড়া দাগ/  যার অর্থ- এ ব্রহ্মান্ড গতকালও আগুনে পুড়েছে সারারাত ' ( ' নিয়মিত অগ্নিকান্ড ' )। অদীপের সব বই পড়ে ফেলার কারণে তাঁকে নিয়ে পর্যালোচনা করতে গিয়ে একটি কথা উঠে আসে, তিনি কবি । কোন ধাঁধালো কথাবার্তা নয়,  নেতানো শবচয়ন নয়,  কিংবা বহু কাটাকুটি করে একটা কাঠকাঠ কবিতা আমদের হাতে তুলে দিয়ে যন্ত্রণা বাড়ানোর খেলা করা নয়,  তাঁর কবিতা মিশে থাকে সাধারণের মধ্যে,  যেমন:  ' জন্মান্তরে বিশ্বাস করুন/  প্রতিদিন জন্ম  নিন নতুন নতুন করে নিজের ভিতর  ' ( জন্মান্তর ) এর মতো প্রাঞ্জল ও দুর্দান্ত ভাবনার ভেতর দিয়ে ।
            ' মনে হয় আকাশেরও মৃত্যু আছে/  মহার্ঘ যৌবন আছে/  যা বিনা সন্ন্যাস ছাড়া বোঝাই যায় না  '
( সর্বজনীন) এর মতো পংক্তির সামনে দাঁড়িয়ে এক কথায় বলা যায় ' মোরে আরো আরো আরো দাও প্রাণ '।
      এই কাব্যগ্রন্থের মতো কাব্যগ্রন্থ লেখা কঠিন ও ব্যাপক,  যা কব্জির মোচড়ে আমাদের কাছে হাজির করেছেন কবি  । তাঁকে সাবাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...