আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৬৫৬
পদ্মাসন/ বজ্রাসন/ মৎসাসন
) যোগাসন (
দেহ মনের পরম আরাম ।
৬৫৭
মিত্রপক্ষ/ শত্রুপক্ষ/ নিরপেক্ষ
) পক্ষ (
মিলিয়ে মিশিয়ে এই জগৎ ।
৬৫৮
নিষ্ঠা/ একাগ্র/ আবিষ্ট
) ধ্যান (
ভেতরে বিরাজ অন্য অনুভূতি ।
৬৫৯
স্মরণ/ ভজনা/ অভ্যাস
) প্রার্থনা (
সার্বিক শুভবোধ গড়ে ওঠে ।
৬৬০
মাটি/ কাঠামো/ শিল্পী
) প্রতিমা (
গড়ে ওঠে পূজার জন্য ।
নীলাঞ্জন কুমার
৬৫৬
পদ্মাসন/ বজ্রাসন/ মৎসাসন
) যোগাসন (
দেহ মনের পরম আরাম ।
৬৫৭
মিত্রপক্ষ/ শত্রুপক্ষ/ নিরপেক্ষ
) পক্ষ (
মিলিয়ে মিশিয়ে এই জগৎ ।
৬৫৮
নিষ্ঠা/ একাগ্র/ আবিষ্ট
) ধ্যান (
ভেতরে বিরাজ অন্য অনুভূতি ।
৬৫৯
স্মরণ/ ভজনা/ অভ্যাস
) প্রার্থনা (
সার্বিক শুভবোধ গড়ে ওঠে ।
৬৬০
মাটি/ কাঠামো/ শিল্পী
) প্রতিমা (
গড়ে ওঠে পূজার জন্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন