ঈর্ষে
দীপক কর
প্যালেটের রঙ সব ধূসর হয়ে গ্যাছে আমার
তুলির আঁচড়ে বাসা বাঁধে এখন
ঝুনো নারকেল-বয়স
অথচ মনটা দ্যাখো এাতো ঈর্ষে-কাতর:
সুনীলের রুপোলী জুলফিতে
হিরন্ময় রোদ কেন স্কি খেলে যায় ?
সুনীল, তোমার আঙুলে দোল খায়
শব্দের স্পেক্ট্রাম
তুমি খেলা কর অবলীলায়
সহজ কিশোর খেলা
চাঁদ-গলা-জ্যোৎস্না রজনীগন্ধা-বন
সুনীল ! তোমার আঙুলে এত নরম বয়স
দীপক কর
প্যালেটের রঙ সব ধূসর হয়ে গ্যাছে আমার
তুলির আঁচড়ে বাসা বাঁধে এখন
ঝুনো নারকেল-বয়স
অথচ মনটা দ্যাখো এাতো ঈর্ষে-কাতর:
সুনীলের রুপোলী জুলফিতে
হিরন্ময় রোদ কেন স্কি খেলে যায় ?
সুনীল, তোমার আঙুলে দোল খায়
শব্দের স্পেক্ট্রাম
তুমি খেলা কর অবলীলায়
সহজ কিশোর খেলা
চাঁদ-গলা-জ্যোৎস্না রজনীগন্ধা-বন
সুনীল ! তোমার আঙুলে এত নরম বয়স
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন