বুধবার, ৫ আগস্ট, ২০২০

ছোট গল্প || অনুরণিত বাতাসে || অমিতাভ দত্ত

ছোট গল্প
-
অনুরণিত বাতাসে।
            অমিতাভ দত্ত।



কেতকী গ্রামের মেয়ে। চোখের তারায় ভাবনা মিশ্রিত রং বাহারী বৈচিত্র্যময় অনেক ছবি। আঁকে মোছে বারেবারেই ক্ষণেক্ষণেই বুকের ক্যানভাসে। সংবেদনশীল নারী নয়, মানুষ। যৌবন কথা বলে। যে কথা সবটাই ধরা যায় না। ঠিক খানিকটা বাতাসে ভেসে আসা বকুল সুগন্ধেরই মতো। ঐ স্কুল জীবনের শালিক পাখির মতো। এখন ভালো কবিতা লিখছে। কেতকীর হাতে সকালের গরম চায়ের কাপ ডিস। টেবিলে রাখতেই , আমানত হাত চেপে ধরে। ওদের ভালোবেসে বিয়ে। দুই মেয়ে, আর এক ছেলে। দুই মেয়েই সুন্দরী। ওদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়া সব ছেলেই একবার না একবার, তাকিয়ে তাকিয়ে যাবেই যাবে। কেতকী আমানত কে চুম দিয়ে বলে,
" এই শোনো না, আমার একক কবিতার বই-টা না ; প্রিন্টিংয়ের জন্য দিয়েছি। আমানত ও ওকে চুম দিয়ে বলে, " এর চাইতে ভালো খবর আর কিইবা হতে পারে!"
সাহিত্য গ্রুপে থাকাকালীন, ষষ্টিপদ, কৌশিক, সোমনাথ, কুমারেশ, কল্যাণ, বাসুদেব, অমল কোনো দিনই একটিও কমেন্ট আলোচনা বা সমালোচনা পোস্ট করে নি গ্রুপে। আর এরা তো লিটিল ম্যাগাজিনের নামের আড়ালে পুরোপুরি বিজনেসে নেমে পড়েছে। লিটিল ম্যাগাজিন আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কে এরা একেবারেই ধুয়ে মুছে ধূলিসাৎ করে ফেলেছে। কেতকীর ফোনের বন্ধু অমিতাভ কে, এই দুঃখের কথা প্রায়ই বলতো।
" সাতকাহন ফুলঝুরি " প্রকাশনার প্রোপ্রাইটর মালিক   শৌভিক ,
 "পরিপ্রশ্নময় জ্যোতি " কেতকীর কবিতার বইটি প্রকাশ করার দায়িত্ব নিয়ে , এখন গড়িমসি করছে। কেতকী বেশ কয়েক হাজার টাকার খুইয়ে বিমর্ষ এবং হতাশার অন্ধকারে। আমানত বলল,--
 " ঠিক আছে, চিন্তা করো না, অন্য প্রকাশনার কাছে চেষ্টা কর, যেভাবেই পারি টাকার ব্যবস্থা করবো। কেতকী আমানত কে বুকে জড়িয়ে বেশ কয়েক ফোঁটা উষ্ণ জল ফেললো। তারপর উড়ণীতে চোখ মুছলো। যে সৌন্দর্য কেতকীর বুকের লতায় পাতায় লুকিয়ে আছে , তা আমানত জানে। পাশের বাড়ির তন্দ্রা বৌদির বাড়ি থেকে ভেসে আসছে, রবীন্দ্র সংগীতের সুর ও বাণী, --
" তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি.......... , আমানত কেতকী কে বলল,-- " হ্যাঁ গো, তুমি তো রবীন্দ্রনাথের ঐ গানটা ভালো গাও, ঐ টা গাও না , একটু , " ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে............. , কেতকীর চোখের কোণায় অশ্রু গ্রন্থিতে আবার উষ্ণ জল।
------------------------------------------------------  অমিতাভ দত্ত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...