তোমার জন্য
রোশেনারা খান
আকাশ আমি তোমার জন্য বুক পেতেছি
শুধু তোমার জন্য।
তোমার মত করে নিজেকে গড়েছি!
দৃষ্টি সীমার বাইরে থেকেও হৃদয়ে হৃদয় বিছিয়ে কেটেছে কত গ্রীষ্ম-বর্ষা-শরৎ--।হেমন্তের শিরশিরে বাতাসে
বুনোফুলের গন্ধ তোমাকে রোমাঞ্চিত করেছে।
তোমার হৃদয়ের স্পন্দনে অনুরণিত হয়েছে একটিই নাম। আমিও তোমার উত্তাপ গায়ে মেখে নিজেকে যাচাই করেছি সময়ের কষ্টি পাথরে।
বাতাসের গুঞ্জনকে কখনো
ঝড় হতে দিইনি।
আজ তুমি বলছ, পূর্ণতা কোথায়?
আচ্ছা, কবিও কি বৌঠানকে এই প্রশ্ন করেছিলেন?
তবে কি তোমার পূর্ণতা আমার পূর্ণচ্ছেদে ?
ভেবনা আকাশ, আমি প্রাচীর গড়বনা।
এ তুচ্ছ প্রাণ ?
তাও রইল,
তোমার জন্য।
রোশেনারা খান
আকাশ আমি তোমার জন্য বুক পেতেছি
শুধু তোমার জন্য।
তোমার মত করে নিজেকে গড়েছি!
দৃষ্টি সীমার বাইরে থেকেও হৃদয়ে হৃদয় বিছিয়ে কেটেছে কত গ্রীষ্ম-বর্ষা-শরৎ--।হেমন্তের শিরশিরে বাতাসে
বুনোফুলের গন্ধ তোমাকে রোমাঞ্চিত করেছে।
তোমার হৃদয়ের স্পন্দনে অনুরণিত হয়েছে একটিই নাম। আমিও তোমার উত্তাপ গায়ে মেখে নিজেকে যাচাই করেছি সময়ের কষ্টি পাথরে।
বাতাসের গুঞ্জনকে কখনো
ঝড় হতে দিইনি।
আজ তুমি বলছ, পূর্ণতা কোথায়?
আচ্ছা, কবিও কি বৌঠানকে এই প্রশ্ন করেছিলেন?
তবে কি তোমার পূর্ণতা আমার পূর্ণচ্ছেদে ?
ভেবনা আকাশ, আমি প্রাচীর গড়বনা।
এ তুচ্ছ প্রাণ ?
তাও রইল,
তোমার জন্য।
সুন্দর
উত্তরমুছুন