আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৫৯১
মনান্তর/ ঈর্ষা/ ক্রোধ
) বিবাদ (
চলচ্চিত্রের মতো ছুটে আসে ।
৫৯২
করমর্দন/ নমস্কার/ আলিঙ্গন
) মিমাংসা (
শান্তির বার্তা ছড়িয়ে দেয় ।
৫৯৩
সসীম/ গন্ডি/ বন্দিত্ব
) সীমাবদ্ধ (
ক'দিন বাদে অভ্যেসে পোঁছোয় ।
৫৯৪
ভক্ত/ পূজা/ নৈবেদ্য
) মন্দির (
কেমন যেন পবিত্র লাগে ।
৫৯৫
বাউল/ গান/ মুক্তি
) আখড়া (
দেহতত্ত্ব যেখানে অনন্ত স্বাদ ।
নীলাঞ্জন কুমার
৫৯১
মনান্তর/ ঈর্ষা/ ক্রোধ
) বিবাদ (
চলচ্চিত্রের মতো ছুটে আসে ।
৫৯২
করমর্দন/ নমস্কার/ আলিঙ্গন
) মিমাংসা (
শান্তির বার্তা ছড়িয়ে দেয় ।
৫৯৩
সসীম/ গন্ডি/ বন্দিত্ব
) সীমাবদ্ধ (
ক'দিন বাদে অভ্যেসে পোঁছোয় ।
৫৯৪
ভক্ত/ পূজা/ নৈবেদ্য
) মন্দির (
কেমন যেন পবিত্র লাগে ।
৫৯৫
বাউল/ গান/ মুক্তি
) আখড়া (
দেহতত্ত্ব যেখানে অনন্ত স্বাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন