শনিবার, ১ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার || আমি ঈশ্বর হতে চাই

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 


আমি ঈশ্বর হতে চাই । রত্নদীপা দে ঘোষ । পত্রলেখা । পঁচাত্তর টাকা ।

' বুড়িগঙ্গায় ভাসছে লাশ হয়ে তানপুরা / গন্ধর্বলোকে হরিধ্বনি স্পষ্ট বারবার/  আর একটা ডোরাকাটা উগ্রপন্থী/  পৃথিবীর গোল বল দিয়ে সন্ধ্যার রাস্তায়/ ডাংগুলি খেলছে ।' কবিতাকে কতখানি স্মার্ট ও সমসাময়িক করা যায় ও কেবল নারীবাদ নয় তার বাইরেও যে অন্যকিছু আছে তা দেখিয়ে দেন রত্নদীপা দে বিশ্বাস তাঁর কাব্যগ্রন্থ ' আমি ঈশ্বর হতে চাই ' ( প্রকাশ : ২০১২) -তে ।
            রত্নদীপা- র চাওয়া অস্বাভাবিক হলেও তার কবিতার ভেতরে ঢুকে পড়লে কিছুক্ষণ দাঁড়াতে হয় ।
' ধানরোয়া সকালে এসো তুমি/  আমার/  বীজধানে লেখা কবিতায় ।' ( 'এসো তুমি ') , ' আমার আবছা  ঘাম /গায়ে জড়িয়ে/  রাত এলো অযথা আঁধার শরীরে ।' ( দুটি শালিখ ')-র মতো কবিতার বহু পংক্তি তিনি তাঁর এই কাব্যগ্রন্থে ছড়িয়েছেন ।
          কবি এক থালা চাঁদের সামনে দাঁড়িয়ে লিখে ফেলতে পারেন তাঁর ইপ্সিত কবিতা । তাই তিনি ঠিকমতো পড়িয়ে নেন আমাদের আর কবিতাকে ভালো বাসতে বাধ্য করেন ।
         রত্নদীপা ঈশ্বর হতে পারবেন কি না জানা নেই।  কিন্তু তাঁর ইচ্ছেগুলো সফল করার জন্য তিনি যে যত্নশীল, এ কাব্যগ্রন্থে বোঝা যায় । চন্ঞ্চল গুঁই এর প্রচ্ছদ কবিতার বইয়ের প্রচ্ছদ হিসেবে মানানসই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...