শনিবার, ৪ জুলাই, ২০২০

সবাই মিলে সিনেমাহলে~ ৩ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে সিনেমাহলে~ ৩
কান্তিরঞ্জন দে


সিনেমাকে  বই  বলবেন  না , প্লীজ। কারণ , দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ।


       আপনি কি আপেলকে কমলালেবু বলেন ?  বলেন  না তো ? তাহলে , সিনেমাকেও বই বলবেন না ------ প্লীজ ।

      সিনেমা আর গল্প - উপন্যাসের বই ---- দুটোই শিল্প । কিন্তু , দুটো সম্পূর্ণ আলাদা শিল্প মাধ্যম । দুয়েরই গল্প বলার  রীতি - নীতি , কায়দা - কানুন , গঠনপদ্ধতি এবং প্রয়োগকৌশল  সম্পূর্ণ আলাদা ।
      বই গল্প বলে , শব্দের পর শব্দ সাজিয়ে । আর , সিনেমা গল্প বলে ছবির পর ছবি সাজিয়ে ।
     শিক্ষিত বাঙালি এটা যে বোঝেন  না  তা  নয় । তবুও , স্বভাব যায় না ম'লে । কলেজ - ইউনিভার্সিটি-র  ডিগ্রিধারি , ডিগ্রিহীন নির্বিশেষে বাঙালি সিনেমাকে বই বলবেই ।
     অনেকেই এটা বুঝতে চান না যে , সিনেমাকে  " বই "  বলা  অশিক্ষারই পরিচয় ।

         বাঙালির এই দোষের পেছনে অবশ্য তার  দীর্ঘ ও সুগভীর সাহিত্য ঐতিহ্যই দায়ী ।
   সিনেমার আদিযুগ থেকে বাংলা সিনেমা  বাংলা সাহিত্যের কাছে বারেবারে হাত পেতে দান স্বীকার করেছে বলেই ,  আপামর সাহিত্য পাঠক  বাঙালির  সিনেমা চেতনায় আজও " বই " ঢুকে বসে আছে ।

      ভারতে সিনেমা আসে ১৮৯৬ সালে । তার ১৫ -১৬ বছরের মধ্যেই এ দেশে  পুরোপুরি কাহিনীচিত্র বানানো শুরু ।
       একেবারে গোড়ার দিকে সিনেমা ব্যবসায়ীরা ফিল্মে মঞ্চ নাটকের রেকর্ডিং করে তাঁবু খাটিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে  দর্শকদের  সেগুলো দেখিয়ে বেড়াতেন । কিন্তু এভাবে তো বেশিদিন চলতে পারে না ।   তাই গল্প বলা সিনেমার আবির্ভাব । আর , গল্প বলা সিনেমা বানাতে গেলে  তখনকার যুগের জনপ্রিয় গল্প -ঔপন্যাসিকদের সৃষ্টির ওপর ভরসা করা ছাড়া আর উপায় কি ?

      ১৯৫৫ সালে " আদ্যোপান্ত সিনেমা " পথের পাঁচালী -র  আগে পর্যন্ত সিনেমার প্রথম সেই ৪০-৪৫  বছরে  নির্বাক এবং সবাক যুগ মিলিয়ে  বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্র , রবীন্দ্রনাথ , এবং শরৎচন্দ্রের  গল্প - উপন্যাস থেকে সিনেমা তৈরি হয়েছে যথাক্রমে , ২৫ , ১৪ এবং ৩৫ বার । অন্যান্য সাহিত্যিকদের কথা তো ছেড়েই দিলাম ।

       জনপ্রিয় বইটি যাঁহাতক  চিত্রায়িত হল , ------- বাঙালি দর্শকের মনে হল  ------ যাই তো , বইটা  পর্দায় কেমন দাঁড়াল , দেখে আসি একবার ।
      এবার বুঝলেন তো ? বাঙালি সিনেমাকে পিকচার , মুভি , সিনেমা , ফিল্ম না  বলে 
 " বই " বলে কেন ?
        আপনি আবার এ ভুলটি করে বসবেন না যেন । প্লীজ , আল্লার কিরা , ভগবানের দোহাই !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...