মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বিরাম চিহ্নের পত্র || সত্যজিৎ রজক || কবিতা


                       বিরাম চিহ্নের পত্র
                        সত্যজিৎ রজক

            ---------------------------------------------
হাওয়ার সাথে বেঁধে বেঁধে থাকতে বলেছে তোমায়  অবিচল বৈদিক পদ্মজল। নেমে এসো না মাটির কাছাকাছি , সন্ধিমূল ছিঁড়ে খাবে সূর্যঘোড়ার পদচারণ।
তোমাকে হাওয়ার সাথেই বেঁধে বেঁধে থাকতে হবে , তোমাকে ভুলে যেতে হবে লাগাম শব্দের মাধ্যাকর্ষণ। মজ্জা পেখম  জুড়ে পথ দেখাবে নিউটনের আপেল বাগান।
বস্তি ঘুঘুর পিছুটান অমলকান্তিকে এখনও ফিরে যেতে হয় বারবার। বঙ্কিমরোদ মেখে ঘুমিয়ে পড়ে অস্তাঞ্চলের  প্রান্তিক নোনাচর। ক্ষমাচোখে সমুদ্রের আঁচলে ধরে রেখেছে যেন পৃথিবীশ্বর !
ঋতুকাল ভুল হয়ে গেলে আতাফলে পরিপাক ঘটে না ! নিয়ত শ্রাবন চোখে দেখে ফেলে অমাবস্যার আঁধার চাঁদ। সেই চাঁদের ভেতর জমে উঠছে ভীতু, অবক্ষয় অবসাদ । এক মৃত মন্বন্তর !

সেভাবে পৃথিবীর খরস্রোত বেড়ে গেলেও আর ভেসে যাওয়াই কোনো ব্যাঘাত ঘটে থাকে না। কখনও চিৎ হয়ে, কখনও উপুড় হয়ে অবিলম্বে পৌঁছে যেতেই হয় তোমার কাছে।
সেভাবে স্নায়ুগ্রন্থির ভেতর আর জাহাজ ডুবি ঘটে না , প্রেম প্রসিদ্ধির মোক্ষম লাভে বেজে ওঠে অবিরত দ্বাপরের মোহিনীমোহন শঙ্খনাদ।
ঝড় উঠলে কখনও কখনও নুয়ে পড়ি পুরোপুরি বাঁ দিক হয়ে। বাঁ দিক হয়ে নুয়ে পড়লে এক গাছ পাওয়া যায় । যে গাছের ছায়া নাকি চিরস্থায়ী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...