একটি কম্পিউটার অসহায় জীবন
দেবব্রত রায়
ভুতের রাজত্ব থেকে বেরিয়ে এসেও
একটি কম্প্যুকেয়ার-জীবন কখনোই
কাজের শেষ খুঁজে পায়না
কাজের গোঁয়ার্তুমি
ঊনত্রিশকে ত্রিশ
এবং শূণ্য তার
অপছন্দের হওয়ায়
হাতে থাকা এক
হু হু মনের সাময়িক বার্ণল
জোড়সংখ্যা দেখলেই,
একটি উত্তেজনা ক্রমাগত
বিজোড় সংখ্যা খোঁজে ,
শূণ্যস্থানে এক বসায়
তারপর, তৈলাক্ত বাঁশটিও
হারমনিয়াম বাজিয়ে
কীর্তন গায়
হরি হে, দীনবন্ধু..........
দেবব্রত রায়
ভুতের রাজত্ব থেকে বেরিয়ে এসেও
একটি কম্প্যুকেয়ার-জীবন কখনোই
কাজের শেষ খুঁজে পায়না
কাজের গোঁয়ার্তুমি
ঊনত্রিশকে ত্রিশ
এবং শূণ্য তার
অপছন্দের হওয়ায়
হাতে থাকা এক
হু হু মনের সাময়িক বার্ণল
জোড়সংখ্যা দেখলেই,
একটি উত্তেজনা ক্রমাগত
বিজোড় সংখ্যা খোঁজে ,
শূণ্যস্থানে এক বসায়
তারপর, তৈলাক্ত বাঁশটিও
হারমনিয়াম বাজিয়ে
কীর্তন গায়
হরি হে, দীনবন্ধু..........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন