বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

করোনা যুদ্ধের অণুগল্প - ২ || স্যানিটাইজ || জয়ন্ত চট্টোপাধ্যায়

করোনা যুদ্ধের অণুগল্প - ২


   অণুগল্প

        স্যানিটাইজ        ||   জয়ন্ত চট্টোপাধ্যায়

   রাকা হাতটা বাড়িয়ে দিলে ছেলেটি খোলা জাগ এগিয়ে দেয়,যার অর্ধেক সাদা তরলে ভরা।
পরিচ্ছন্ন সুন্দরী ভ্রূ কুঁচকে বলে,'' স্যানিটাইজড নোট হাতেই নাও।''
 অচঞ্চল কণ্ঠে বলে ছেলেটি,'' হোক স্যানিটাইজ,ম্যাডাম আমি হাতে নেবো না।আপনি জগেই ফেলুন।''
 এবার বিরক্ত হয় ঋক,"আরে ভাই,ম্যাডাম খুব স্বাস্থ্য-সচেতন।সব নোট স্যানিটাইজার মাখিয়ে
আগে শুকিয়ে নেয়,তারপর আলমারিতে ঢোকায়। তুমি নিশ্চিন্তে নাও।"
  "মাফ করুন স্যার,আমাকে ডাক্তারবাবু মানা করেছেন,চেনা বা অচেনা যেই হোক এই কড়া
স্যানিটাইজারে না ডুবিয়ে আমি টাকা নিতে পারবো না।করোনা কারও চেনা নয়।"
 এবার মুখ বাঁকিয়ে রাকা নীচু গলায় কিছু বিরক্তিকর শব্দ উচ্চারণ করে,ছেলেটি হয়তো শুনতে পায় না।
 ঋক ও বিরক্ত হয় কিন্তু কিছু বলে না,রাকার হাত চেপে জাগের দিকে ইঙ্গিত করে।তারপর ফেরতটা নিয়ে গাড়ির দিকে পা বাড়ায়।আর বলে,"ছেড়ে দাও।ওর শুদ্ধতার বিশ্বাস নিয়ে ওকে ভালো থাকতে দাও।"



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...