বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

নিরাপত্তা || ইয়াসিন খান || কবিতা

নিরাপত্তা 
ইয়াসিন খান



 হৃদয় ছায়া দিয়ে শ্রদ্ধা
গাছেরা জোনাকি সুরে
সূর্য ও চাঁদ গ্রহন ছুঁয়ে
পৃথিবী আজ নতুন পথে 

নিরাপত্তা নিশ্চিত কার
কে করে জমি কারবার
সাবেক জাতীয় জীবন
নাকি জোর যার মুলুক তার?

 নিরাপত্তা বলয় সাজ
পেয়েছে নতুন কাজ
পরিবেশ, খাদ্য সুরক্ষায়
অর্থনীতি, রাজনীতি বোধ

 ব্যক্তিগত জীবনে ফিরে
রাজপথে রাখাল ছুটে
স্বপ্নের স্রোত দিগন্তে
জলের তিলক কেটে

আকাঙ্খা এক আকাশ
ক্ষমতার অধিকারী সব
নিরাপত্তা আজ ফিকে হয়ে
যাওয়া বিকেলের মত

যুদ্ধের যুগে নিরাপত্তা শান্তি
  নাকি সম্মিলিত বিনাশ
সময়ের স্রোতে বদলে যায়
নিরাপত্তা বোধ অবিরাম অশেষ

সমষ্টিগত প্রকাশ বোধ
নতুন পরিচিতি সব
নিরাপত্তা ও সুরক্ষা বৃত্তে
খুঁজে চলে অর্জিত মগজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...