বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
রোজেন কারামফিলভ- এর কবিতা
রোজেন কারামফিলভ (Rosen Karamfilov,1992) জন্মেছেন বুলগেরিয়ার সোফিয়া শহরে। তিনি ভিয়েনাতে কম্পারেটিভ লিটারেচারের পাঠ নিয়েছেন এবং ফলিত ভাষাতত্ত্ব পড়েছেন বুলগেরিয়ার প্লডিভে। তাঁর কবিতা গ্রন্থগুলি:
The Eagle and the Child 2011
Stereo Silence 2013
Cerebral Poetry 2016
এছাড়া প্রকাশিত হয়েছে তাঁর Knees(2014) একটি নামের একটি উপন্যাস। রোজেনের কবিতা লিরিক্যাল এবং তার একটি প্রধান মেটাফর ভালোবাসা।
১.
আয়না
তার বুকের ভেতর অসতর্ক
কেউ
কেউ ভেঙে গেল আয়না ।
সে এমনকি কাঁপেনি।
এমনকি কাঁদেনি সে।
পরিনামের কথা না ভেবেই সেই
অনভিপ্রেত আগন্তুক ফেলে গেল
পিছনে টুকরো কাচ আর প্রতিবিম্ব।
যেই সে দরজা খুলল
প্রেমিক এল পিছনে আর তার
বুকের ভেতর থেকে
তুলে ফেলতে চাইল কাচ টুকরো।
ধীরে ধীরে
যেন তার কষ্ট না হয়।
নীরবে পড়লো
একফোটা অশ্রুজল।
২.
সে বলছে
আমি হারাই তাহার চোখ
সেই দুটো হ্রদ অতল
দেখেছিলেম যাদের একটুখানি
মধ্যিখানে আবার
দেয়াল ওঠার আগেই।
আর কিছুই না চাই
দৃষ্টি পুনঃ তাদের
বিপুল গভীরতায়
সান্ত্বনা পাই দেখি
যদি আছি তাদের ভেতর।
৩.
ফ্রিজের ওপর নোট নোট
অ্যাকোয়ারিয়ামের ভেতর আমি রেখেছি
আমার শরীরের দুর্বলতম অংশ
যাতে তুমি
যাতে তুমি আঘাত করতে না পারো
আমাকে জাগাতে চেষ্টা করো
যখন তুমি নিজেই ঘুমাচ্ছ
হবার চেষ্টা করো না
যা তুমি নিজেই ঘৃণা না
যা তুমি নিজেই ঘৃণা
যা তুমি নিজেই ঘৃণা করো
আর সকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
শুনতে শুরু করো পারভ স্টেলার
আমি শুধু থাকবো এখানে
এই টেবিলে আর লিখব
শুনতে শুনতে কীভাবে জগতের চারপাশের ঘড়িগুলো জগতের চারপাশের ঘড়িগুলো চারপাশের ঘড়িগুলো কীভাবে জগতের চারপাশের ঘড়িগুলো জগতের চারপাশের ঘড়িগুলো চারপাশের ঘড়িগুলো মরে যায় একে একে একে একে
*** Paro Stelar: Austrian musician
৪.
পতন
খুব চমৎকার শিক্ষা
কারণ মিলিসেকেন্ডে
যখন তুমি ঘুরছো
গোধূলির ভেতর একটা বলের মত
তুমি উপলব্ধি করছো কত ক্ষণস্থায়ী তোমার
পার্থিব উদ্দেশ্য আর তাই কেবল
তুমি নিজের কাছেই দেবদূত হতে পারো
আর কারো হাতে নেই অধিকার
তোমার ক্ষতে নুন দেবার, কেবল তুমি ছাড়া
আমি থামি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন