বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

সংযম || কল্যাণ চট্টোপাধ্যায় || কবিতা

সংযম
কল্যাণ চট্টোপাধ্যায়


নতুন কিছু জানতে গিয়ে যদি অরণ্যে আগুন লাগে তাই
যা কিছু জেনে ছিলাম সেটুকুই জেনে রাখা ভালো

ভেতরে ভেতরে আমরা সবাই জানি
মেঘ ও বৃষ্টিপাতের ব্যারোমিটার সদা পরিবর্তনশীল

এখন শুধু সুদূরে তাকালে নিজস্ব শীত খুব বরফপতন ঘটায়
সূর্যরোদ ঠিকরে ওঠে বেসামাল লাইনের ওপর

একদিন যেসব মুখেরা সত্যি বলতে পারেনি
নিজেকে ঢেকে রেখেছিল
আজ তাদেরই মুখে মুখে মাস্কের মজা

২টি মন্তব্য:

  1. ( মাস্কের সংযম ? নেতাদের, গুন্ডাদের তো কোনো সংযম দেখছি না ।) কল্যাণের কবিতা কখনোই উচ্চকিত নয় । অনুভবী ।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...