মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

পথ || নিখিলকুমার সরকার || কবিতা

পথ
নিখিলকুমার সরকার


কী জানতে চাইছেন ---
এখান থেকে আরশিনগর কতদূর,
কোন পথে যাবেন ?

সত্যি বলতে কি
আমি জানি না ঠিক,  তবে শুনেছি
সব পথই আরশিনগরের দিকে গেছে
এও শুনেছি যে
পথিকবিশেষে নাকি
পথের দূরত্ব ভ্যারি করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...