বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || সোনালী স্বপ্নের ভেলা

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 

সোনালী স্বপ্নের ভেলা ।অনিল দাঁ । সোনালী রোদ পত্রিকা । ষাট টাকা ।

দেবাশীষ নাগের করা নিকৃষ্টতম প্রাচীনকালের বটতলার বইয়ের মতো প্রচ্ছদ উল্টে অনিল দাঁ-র
' সোনালী স্বপ্নের ভেলা ' কাব্যগ্রন্থটি পড়তে পড়তে বিস্ময় আসে, আজকের যুগেও এরকম কবিতা একশ্রেণীর  মানুষ কি করে লিখে যাচ্ছে!  যেখানে অনেকেই কবিতার  পরবর্তী যুগ নিয়ে ভাবনায় ব্যস্ত, সেখানে এই গ্রন্থকার  ২০১৯ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থে  আমাদের নিয়ে যান প্রায় নব্বই বছর আগে ।  বইটির প্রথমে কিছু ছোট কবিতায়  তা স্পষ্ট  : ' স্বাগত  দু হাজার উনিশ/  শুষে নাও সমাজের যত আছে বিষ ।'
( 'বিষ') , ' জনতার সামনে যে নেতা/  মাইক ফাটায়/  পকেট শূন্য থাকলে/  মেজাজ পথ হারায় । ' ( নেতা ')ইত্যাদি ইত্যাদি
           বইটির ভেতরে যত এগোই তত শূন্যতা স্পষ্ট হয়ে যায় বইটির ও কবির কাব্যবোধের । যদিও তাঁর লেখা 'আমার কথা ' নামে ভূমিকায়  দেখতে পাই,  তিনি বেশ কয়েকটি পত্রিকা থেকে পুরস্কৃত হয়েছেন ও চারশো  পত্রিকায় ( দেশে ও বিদেশে)  তাঁর কবিতা প্রকাশিত হয়েছে ।
        এ সময়ে  ( এই গ্রন্থের রচনাকাল ১৪১৯ থেকে ১৪২৬ ) দাঁড়িয়ে তাঁর কবিতা নিয়ে  বলার তেমন কিছু থাকে না, শুধু দুঃখ থাকে । এদের সংখ্যা গুনে শেষ করা যাবে না । এরা কবিতার  বই বের করে  আনন্দ পায় অবর্ণনীয় । পরোয়া করে না সেটির ভবিষ্যত নিয়ে । তাতে এদের সুখ, ' কবি ' হওয়ার আনন্দ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...