কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
স্বপ্ন পুরাণ । মানসকুমার চিনি । শ্রীরামপুর প্রেস । তিরিশ টাকা ।
'এই সেই মরণকাল জড়াল অক্ষররূপে/ যেন রাত্রি ডাকছে খুব বিকেল স্বরে ' অথবা, ' পৃথিবীর প্রতীক যদি কবিতা হয়/ সে শুকনো অক্ষরে আখর নির্বিশেষ ব্রহ্মস্বাদ জানে ; -র মতো কবিতা প্রায় নিয়মিত আমাদের উপহার দেন কবি মানসকুমার চিনি ।মানসের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' স্বপ্ন পুরাণ ' ( প্রকাশ: ২০১৯ )-এ আছে এ ধরণের অজস্র কাব্য উপাদান যা রক্তে সংবহিত হয় । মানস আরো লেখেন: ' গাঢ় হচ্ছে শূন্যতা, বুকে পাথর জমেছে/ নিয়তি কার? তোমার না আমার? ' ' ভেঙ্গে পড়া সেতু থেকে চাঁদ উঠেছে, / প্রাচীন সম্পর্ক জেনেছে বুঝি? '- র মতো টানটান কবিতা পংক্তি
।
মানসের কবিতা ভাবনার গাঢ়তা আমাদের তাঁর প্রতি আকর্ষণ করতে বাধ্য ।তাঁর কবিতা ধারার সঙ্গে যাঁরা পরিচিত, তারা বোঝেন এই অপ্রান্ঞ্জল কবিতাগুলির জন্য সময় দিতে হয়, যার থেকে সুফল পাওয়া যায় ।
এ কবির কবিতার তীর্যকতা ও তাঁর দেখা চোখের তীব্রতা আমাদের তার কবিতার কাছে নিয়ে যায় : ' গ্রাম থেকে আসছে/ কাটা মুন্ডুর দীর্ঘ মিছিল/ যদি তুলি না ধরি তাহলে অভিশাপ '( 'শিল্পবোধ) , ' কপালে পাথর ঠুকে জন্মায় ঈশ্বর/ বিপন্ন তোমার দিব্যগাছ/ বাঁশির শব্দ তাড়া করে ।' ( 'পাথর')-এর মতো পংক্তি আমাদের অন্তত কিছুক্ষণ তাদের কাছে দাঁড় করিয়ে রাখে । প্রচ্ছদের ভাবনা ভালো, তবে অন্য কিছু ভাবনা ভাবলে আরো ভালো হতো ।
স্বপ্ন পুরাণ । মানসকুমার চিনি । শ্রীরামপুর প্রেস । তিরিশ টাকা ।
'এই সেই মরণকাল জড়াল অক্ষররূপে/ যেন রাত্রি ডাকছে খুব বিকেল স্বরে ' অথবা, ' পৃথিবীর প্রতীক যদি কবিতা হয়/ সে শুকনো অক্ষরে আখর নির্বিশেষ ব্রহ্মস্বাদ জানে ; -র মতো কবিতা প্রায় নিয়মিত আমাদের উপহার দেন কবি মানসকুমার চিনি ।মানসের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' স্বপ্ন পুরাণ ' ( প্রকাশ: ২০১৯ )-এ আছে এ ধরণের অজস্র কাব্য উপাদান যা রক্তে সংবহিত হয় । মানস আরো লেখেন: ' গাঢ় হচ্ছে শূন্যতা, বুকে পাথর জমেছে/ নিয়তি কার? তোমার না আমার? ' ' ভেঙ্গে পড়া সেতু থেকে চাঁদ উঠেছে, / প্রাচীন সম্পর্ক জেনেছে বুঝি? '- র মতো টানটান কবিতা পংক্তি
।
মানসের কবিতা ভাবনার গাঢ়তা আমাদের তাঁর প্রতি আকর্ষণ করতে বাধ্য ।তাঁর কবিতা ধারার সঙ্গে যাঁরা পরিচিত, তারা বোঝেন এই অপ্রান্ঞ্জল কবিতাগুলির জন্য সময় দিতে হয়, যার থেকে সুফল পাওয়া যায় ।
এ কবির কবিতার তীর্যকতা ও তাঁর দেখা চোখের তীব্রতা আমাদের তার কবিতার কাছে নিয়ে যায় : ' গ্রাম থেকে আসছে/ কাটা মুন্ডুর দীর্ঘ মিছিল/ যদি তুলি না ধরি তাহলে অভিশাপ '( 'শিল্পবোধ) , ' কপালে পাথর ঠুকে জন্মায় ঈশ্বর/ বিপন্ন তোমার দিব্যগাছ/ বাঁশির শব্দ তাড়া করে ।' ( 'পাথর')-এর মতো পংক্তি আমাদের অন্তত কিছুক্ষণ তাদের কাছে দাঁড় করিয়ে রাখে । প্রচ্ছদের ভাবনা ভালো, তবে অন্য কিছু ভাবনা ভাবলে আরো ভালো হতো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন