অবগাহন
শ্রাবণী গুপ্ত
একজন মানুষ
সাঁতার না শিখেই সারাটা জীবন কাটিয়ে দিল?
অথচ তার এক পাশে আদি গঙ্গা
ভৈরবী মূর্তি ধারণ করে বয়ে চলেছে,
অন্য পাশে ধানক্ষেতে বর্ষার জমা জল
গ্রামের মানুষের
ধানের অভাব হয় না কিন্তু ভাতের অভাব হয়
যেমন করে এক একটা মানুষ
চারিপাশে জল নিয়েও সাঁতার না শিখে কাটিয়ে দেয় সারাটা জীবন
তেমন করেই কৃষকেরা.....
শ্রাবণী গুপ্ত
একজন মানুষ
সাঁতার না শিখেই সারাটা জীবন কাটিয়ে দিল?
অথচ তার এক পাশে আদি গঙ্গা
ভৈরবী মূর্তি ধারণ করে বয়ে চলেছে,
অন্য পাশে ধানক্ষেতে বর্ষার জমা জল
গ্রামের মানুষের
ধানের অভাব হয় না কিন্তু ভাতের অভাব হয়
যেমন করে এক একটা মানুষ
চারিপাশে জল নিয়েও সাঁতার না শিখে কাটিয়ে দেয় সারাটা জীবন
তেমন করেই কৃষকেরা.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন