শনিবার, ১৮ জুলাই, ২০২০

বাপি ফকিরকে সংবর্ধনা আলো ট্রাস্টের



বাপি ফকিরকে সংবর্ধনা আলো ট্রাস্টের



নিজস্ব সংবাদদাতা, ১৮ জুলাই, মগরাহাট ৷৷ শতাংশ প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যতা উপেক্ষা করে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা বাপি ফকিরের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার পরিচয় দিল আলো ট্রাস্ট।বাপি ফকিরের বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট ২ নং ব্লকে।আলো ট্রাস্টের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং আগামীদিনে উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।আলো ট্রাস্টের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি সরফরাজ আহমেদ, সমাজসেবী দীপাঞ্জন বিশ্বাস, লেখক মিজান ফকির প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...