কন্ঠের ভিতরে তর্জনি
সাহিন আক্তার কারিকর
প্লাস্টিকের অবশিষ্ট স্বাদ আর কুমারী কলসির জল সরবরাহ সুরঙ্গ পথে
মশা গর্ভবতী।
কাটা শরীর অস্থি ভিরতে নিষেকহীন জাতকের কঠিন রোগ, খাদ্য - বস্ত্র
রামধনু নির্দিষ্ট একটি সমান্তরাল সীমান্ত
হাতে হাত পথনাটিকা
কন্ঠের ভিতরে তর্জনি নিয়ে
ঘুমাচ্ছে শিশু
নির্যাতন বলতেই জরায়ু নষ্ট ও জৈবিক বিবর্তনের
রসচোষক পুরুষের চোখ
দায়িত্ব...
লাল হয়ে আসছে মাটি
জল পাইপের শক্ত লোহার নিচে পিপ্সাকার্তর পিঁপড়ে
বাসস্থান
অন্ধ
একটি বিজ্ঞপ্তি ওপর নির্ভর করে
মোমবাতি জ্বালিয়ে রাস্তায় জর্বকাড খুঁজছে।
সাহিন আক্তার কারিকর
প্লাস্টিকের অবশিষ্ট স্বাদ আর কুমারী কলসির জল সরবরাহ সুরঙ্গ পথে
মশা গর্ভবতী।
কাটা শরীর অস্থি ভিরতে নিষেকহীন জাতকের কঠিন রোগ, খাদ্য - বস্ত্র
রামধনু নির্দিষ্ট একটি সমান্তরাল সীমান্ত
হাতে হাত পথনাটিকা
কন্ঠের ভিতরে তর্জনি নিয়ে
ঘুমাচ্ছে শিশু
নির্যাতন বলতেই জরায়ু নষ্ট ও জৈবিক বিবর্তনের
রসচোষক পুরুষের চোখ
দায়িত্ব...
লাল হয়ে আসছে মাটি
জল পাইপের শক্ত লোহার নিচে পিপ্সাকার্তর পিঁপড়ে
বাসস্থান
অন্ধ
একটি বিজ্ঞপ্তি ওপর নির্ভর করে
মোমবাতি জ্বালিয়ে রাস্তায় জর্বকাড খুঁজছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন