বুধবার, ২৯ জুলাই, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৬ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৬ 
সোমনাথ বেনিয়া


কপালে ফুটেছে চন্দনের বিন্দু, সফেদ সুগন্ধ, মুক্তির চুম্বন
দুলছে নরম মৃণাল, দু-পাশে, বায়ুর শান্ত পরিশ্রমে
এরপর কোনো এক নক্ষত্র ভীষণ উজ্জ্বল দিক-বিশেষে
হাঁ করে অপর্যাপ্ত ঢোকে আপন করে রাখা পাঁজরের প্রচ্ছদে
পাতার ভাঁজে চ‍্যাপ্টা অন্ধকার আঙুলের থুতুতে জড়ায়
তার‌ই কিছু অলক্ষ‍্যে কখন চোখের প্রবেশদ্বারে কাজল
মুগ্ধ হয়েছি, আহা, যেন অঙ্কুরিত ছোলার ভোর, একরোখা
শিরদাঁড়া বেয়ে নামছে ভাবনার বিবর্তন, স্বপ্নের শ্লেষ
দমকা কাশিতে কার যৌবনে পড়েছিল মেদুর রোদের ছটা
সেও কি তখন লালপেড়ে, গ্রাম থেকে শহর ছাড়িয়ে
এসব হয়ত সিরিয়ালের নষ্ট অধ‍্যায়, গৃহিণীর খারাপ মন
খোলা পিঠে পড়ে থাকে আঙুলের অচেনা স্পর্শ সংবিধান
কোনো এক অক্টোবরে দেখি কুর্চিফুলের ব‍্যাকুল ঝাঁপান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...