রবিবার, ২৬ জুলাই, ২০২০

আটপৌরে সিরিজ : ৬ || অলোক বিশ্বাস

আটপৌরে সিরিজ : ৬ 
অলোক বিশ্বাস

যাখুশিতাই
---------------
বর্জ্য ফেলার জায়গাটিকে
অপরাধপ্রবণ
এলাকা বলছো কেন বলতো

সরকারি বুদ্ধিজীবী
--------------------------
বাবুমহাশয় বুদ্ধিজীবী সত্তা।
অশ্বডিম্ব
পাড়লেও তিনি সরকারি সারবত্তা

কৃত্রিমতা
------------
ঝমঝম বিরাদরী আসিয়া
দুমদাম
চলে যায় অনুক্ত ঠিকানায়

অন্ধামি
----------
প্রতিক্রিয়া জানাতে বলেছো।
জানাতেই
সাম্প্রদায়িক মূর্তি ধারণ করেছ

বিকৃতি
----------
পরিবর্তন শব্দটিকে সহজে
ধর্ষণ
করা দেখি চিৎকৃত মগজে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...