গ্রিসের নতুন কবিতা
রুদ্র কিংশুক
এফটাইচিয়া পানায়িইওটু-র কবিতা
১.
কঠিন যন্ত্রণা
আমি ছেড়ে যেতাম আরো ভালো আমি হয়ে ফিরবো বলে।
এখন আমি শুধু বদলে যাই, আর কোন পথ নেই। শব্দও পাল্টায়, বেনিয়মে,যেন আমরা বলছি ভিন্ন
ভাষা --- একগুঁয়ে নিবেদন ভাষার কাছে -- যার
জন্য আমি খুঁড়েছিলাম কিছুটা স্বস্তি পেতে।
এখন আমি হয়ে উঠেছি অচেনা, আমি পিন বার করি, আমি এগিয়ে চলি
-- জঠর থেকে সর্বোচ্চ উচ্চতায়-- আর তুমি আগুন হয়ে যাও
এর অর্থ আছে, এই যন্ত্রনা, আমি আর বেশি বোধ করিনা।
সময় কষ্ট পায়---আমি হয়ে উঠি
ভিজে কঠিন।
২.
মহান বাগানমালী
(মিলটসের জন্য)
এই সন্ধ্যায় আমার বাগানমালী বকছে প্রলাপ।
সে মাটিতে বপন করে শব্দ,
মাটির নিচে শব্দের সমাধি দেয়।
শব্দকে দুঃখ দেয়, যাকে প্রথমে সে আঘাত করে
তারপর বাঁধে নির্ভয়ে
তাদের জন্য তার কোন দয়া নেই,
তারা কাঁদে, তারা আঘাত করে, তারা চীৎকার করে, তারা অভিশাপ দেয়
---তারা শব্দ শেষ পর্যন্ত ---
কিন্তু সে তাদের নীরব করে।
সে আঘাতে রক্ত ঝরায়।
এই মানুষ আমার বাগানমালী নয়।
সে বপন করে মৃত্যু
আমি বপন করি মৃত্যু
আমিহইমৃত্যু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন