শনিবার, ৪ জুলাই, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

সাত আকাশের তারা । রাধেশ্যাম আধিকারী । পাঠক । আশি টাকা ।

কোন কোন কাব্যগ্রন্থের পাঠক হিসেবে নিজেকে খুব অসহায় মনে হয় । যখন তার ভেতরে কবিতা পাবার চেষ্টা করেও বিফল হই । তাদের কবি বলবো না অন্য কিছু সে নিয়ে চিন্তা হয় । সেই সব কাব্যগ্রন্থের বেচারা পাঠক হিসেবে নিজেকে বিষোদগার করতে ইচ্ছে হয়, কেন এ বইটির জন্য এত সময় নষ্ট করলাম!কবি রাধেশ্যাম অধিকারীর ' সাত আকাশের তারা ' বইটি পড়ে এই অবস্থাই ঘটেছে । ভালো ছাপা,  রাজদীপ পুরীর সুন্দর প্রচ্ছদ  ( যার সঙ্গে কবিতার  কিছুই মেলেনা) আর ভালো কাগজের মিশ্রণে যে চিজটি পরিবেশিত হয়েছে তাকে কোনমতে কবিতা বলা যায় না হলফ করে বলতে পারি ।
      কিছু প্রকাশকদের ভেতরে এতই টাকার লালসা তারা এ ধরনের বই  বিন্দুমাত্র না পড়েই প্রকাশ করে ।
তারা  নিজের টাকা দিয়ে আদৌ এ বই প্রকাশ করতেন কি? অগোছালো কবিতা লেখন, যেমন: ' সবাই যখন কৃষ্ণ ভজে/  আমি ভজিব রাধা/ চোখের জলে ভাসিয়ে দেব/  পূজার বেদি বাঁধা ।' কিংবা 'ধুলো দিয়ে গড়া ' প্রথম প্রতিকৃতি/ সৌজন্যে জটিল থেকে জটিলতার জীবন প্রবাহ- ' ( 'অস্পষ্ট বর্ণ ') - এর মতো কুচ্ছিত কবিতা পংক্তি আর পড়তে হত না ।
        বস্তুত বইটি কিৎসু হয়নি । কবিকে জানতে হবে, শিখতে হবে । ৩২বছরের এ কবি সে বিষয়ে মগ্ন হলে পৌঢ়ত্বে গিয়ে উচিত কবিতা লিখতে পারবেন বলে মনে করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...