শুক্রবার, ৩ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৪০৬- ৪১০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার


৪০৬

লাথি/  কিল/ চড়
   ) মার (
দুষ্কৃতীদের জন্য প্রকৃত ওষুধ ।

৪০৭

বিস্কোরণ/ ব্ল্যাকহোল/ আগুন
        ) নক্ষত্র  (
অনন্ত সময় জ্বলছে জ্বলবে ।

৪০৮

তরল/ কঠিন/ বায়বীয়
     ) পদার্থ  (
দেখছি বুঝছি ভাবছি শিখছি ।

৪০৯

স্বাভাবিক /অস্বাভাবিক/ রহস্য
          ) সংবাদ (
খবরের কাগজের শব্দে জাগে ।

৪১০

বোকা/ গবেট/ বেয়াক্কেলে
     ) মানুষ  (
বাকি মানুষের তামাশার পাত্র ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...