ঈর্ষা
জয়ন্ত চট্টোপাধ্যায়
এক
তোমার মুখে সাফল্যের হাসি উপচে পড়লে কাঁটাগুলো নড়ে ওঠে
আমার অতিচেনা ব্যর্থতারা অপ্রিয় শব্দের মতো নখদাঁত নিয়ে ঝাঁপায়
তুলে আনে কোশ কলা রস ঢিমেতালে অ্যাসিড ছেটায় দহন জ্বালায় জ্বলি.....
দুই
তোমার উজ্জ্বল হাসিমুখ স্টিয়ারিং ফেল গাড়ির মতো ফুটপাথের ঘর ভাঙে
প্রশ্ন ওঠে তোমার কী কোনও দুঃখ নেই? সবকিছু হাতের নাগালে!
তাহলে আমি কেন তুমি হয়ে উঠিনা?
তিন
মাঝে মাঝে এক লাজুক কিশোর আসে দ্বিধাময় দূরে ভাসে অকপট হাসি
অঢেল আলোমাখা মুখের পিছনে সে বড়ো বেমানান.....
তবু সেও হাঁটে হয়তো খরগোশ নয় ধীরগতি কচ্ছপের মতো
সে তার অযোগ্যতা জানে সেগুলি ইঁদুর বানিয়ে খেলে
পিছনের মুখ কখন আলো ছেনে রং হয়ে যায় অহংকার পায় না নাগাল
কোনপথে ছায়ামুখ সর্বজয়ী ফুল হয়ে ওঠে দেখে না ফোকাস
সাফল্যের নকল মুখ কোথায় হারায় ........।
গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া-৭২২১২২
কথা-৭০০১৪৫৬৭২১/৯৭৩২২৩৭৬০৮
ই মেইল: chattopadhyayjayanta59@gmail.com
জয়ন্ত চট্টোপাধ্যায়
এক
তোমার মুখে সাফল্যের হাসি উপচে পড়লে কাঁটাগুলো নড়ে ওঠে
আমার অতিচেনা ব্যর্থতারা অপ্রিয় শব্দের মতো নখদাঁত নিয়ে ঝাঁপায়
তুলে আনে কোশ কলা রস ঢিমেতালে অ্যাসিড ছেটায় দহন জ্বালায় জ্বলি.....
দুই
তোমার উজ্জ্বল হাসিমুখ স্টিয়ারিং ফেল গাড়ির মতো ফুটপাথের ঘর ভাঙে
প্রশ্ন ওঠে তোমার কী কোনও দুঃখ নেই? সবকিছু হাতের নাগালে!
তাহলে আমি কেন তুমি হয়ে উঠিনা?
তিন
মাঝে মাঝে এক লাজুক কিশোর আসে দ্বিধাময় দূরে ভাসে অকপট হাসি
অঢেল আলোমাখা মুখের পিছনে সে বড়ো বেমানান.....
তবু সেও হাঁটে হয়তো খরগোশ নয় ধীরগতি কচ্ছপের মতো
সে তার অযোগ্যতা জানে সেগুলি ইঁদুর বানিয়ে খেলে
পিছনের মুখ কখন আলো ছেনে রং হয়ে যায় অহংকার পায় না নাগাল
কোনপথে ছায়ামুখ সর্বজয়ী ফুল হয়ে ওঠে দেখে না ফোকাস
সাফল্যের নকল মুখ কোথায় হারায় ........।
গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া-৭২২১২২
কথা-৭০০১৪৫৬৭২১/৯৭৩২২৩৭৬০৮
ই মেইল: chattopadhyayjayanta59@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন