সোমবার, ১৩ জুলাই, ২০২০

আটপৌরে সিরিজ : ৫ || অলোক বিশ্বাস || কবিতা

আটপৌরে সিরিজ : ৫ 
অলোক বিশ্বাস

অন্যতাপ্রবণ
-----------------
মন্দিরের ঘণ্টা বাজলেও
মানুষেরা
পছন্দ করে ঝর্নার ধ্বনি

ট্র্যাডিশন
------------
পাতাবাহার গাছের ভিতরে
লুকিয়ে
রেখেছো অন্য কোনো ছাঁচ

অতিবিপ্লবী
---------------
ক্লান্তিহীন গ্যাঙর চলিতেছে।
বিপ্লব
কোন পথ দিয়া আসিতেছে

বাংলার মুখ
-----------------
দাড়ি কমাহীন পৃথিবীকে
দেখে
কারা হাসছে কারা কাঁদছে

প্রশ্নমুখী
-----------
ছারপোকাকে বিষয় করে
কবিতাটি
কোথায় সমাপ্ত হতে পারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...