শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৪৭৬- ৪৮০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার


৪৭৬

তর্পণ/  অমাবস্যা/ দেবীপক্ষ
     ) মহালয়া  (
বীরেন্দ্রকৃষ্ণের গ্রন্থনা  রেডিওতে অম্লান ।

৪৭৭

মোমবাতি/  প্রদীপ/ এল ই ডি
       )আলো  (
আধার শুধু আলাদা আলাদা ।

৪৭৮

ব্যাংক/ পোস্টঅফিস/ কো- অপারেটিভ
                ) সন্ঞ্চয়  (
নামে আলাদা পদ্ধতি এক ।

৪৭৯

অক্ষরবৃত্ত/ মাত্রাবৃত্ত/ স্বরবৃত্ত
             ) ছন্দ  (
কবিতার  স্বাদে ছড়ার মজায় ।

৪৮০

বায়োস্কোপ / টকিজ/ মাল্টিপ্লেক্স
          ) সিনেমা  (
সময় গড়ায় নাম বদলায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...