কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
সন্ধের লোকাল ট্রেন । শান্ত রায় । কৃশানু প্রকাশন । দশ টাকা ।
পঁয়ত্রিশ বছর আগের প্রকাশিত কাব্যগ্রন্থ কবি শান্ত রায়ের 'সন্ধের লোকাল ট্রেন ' বুঝিয়ে ছাড়ে কবিতার গভীরতার দিক দিয়ে সে সময় কিন্তু মানুষ কতখানি এগিয়ে গিয়েছিলেন ও অসাধারণ ব্যন্জ্ঞনা ও শব্দের ভেতর দিয়ে কবিতাকে সমৃদ্ধ করার চেষ্টা করে গেছেন অবিরত । কবির মোচড়ের মুন্সিয়ানা পেয়ে ঋদ্ধ হই এ সব কবিতার লাইনে: ' শিল্পী তার দুটি হাতে খনন ক্ষমতা ধরে দিবস রজনী । ' ( ' খনন ' ) , ' পশ্চিম আকাশ রক্তে লাল হয়ে যায়, / কুসুম ঝরার শব্দ মানুষ কি শোনে? '
( ' দিন আসে ') ।
কবির ভেতরে আছে এক অবাক করা পরিমিতিবোধ । সে কারণে এই কাব্যগ্রন্থ কাছে টেনে নিয়ে যায় । কবিতার প্রতিটি শব্দ বড় দামী বড় দরকারি । আবেগ ব্যন্ঞ্জনা বাস্তব মাখামাখি হয়ে মিশে যায় মননে । তাকে ছেড়ে থাকতে ইচ্ছে হয় না ।
' এখন কলকাতা ছেড়ে বহুদূরে চলে গেছে ভ্রমণ বিলাসী মানুষেরা , / কলকাতায় ফিরে আসবে বলে '( ' কলকাতার কুসুমকাননে ' ) , ' আবার আমাদের ভাবিয়ে দিচ্ছে/ অনুভূতিহীন ' কবিতা মেলানোর' সমস্যা ! ( 'আবার আমরা ' ) -র মতো কবিতার কাছে শব্দচয়ন ও অনুভূতির জন্য মগ্ন হয়ে যেতে হয় । শান্ত রায় অনালোকিত কবি, তাঁকে নিয়ে কেউ তাতা থৈথৈ না করলেও বহু আলোকিত কবিদের থেকে তিনি কোন অংশে কম নয় । কবিকে বেশি হয়ত পাইনি কিন্তু এভাবে হঠাৎ হঠাৎ তাঁর কবিতা হাতের কাছে এলে আনন্দ বাড়ে । পুর্ণেন্দু পত্রীর প্রচ্ছদের দিকে তাকিয়ে থাকতে হয় । বলতেই হয় এটি একটি শিক্ষণীয় কাব্যগ্রন্থ আজকের সময়ের সামনেও।
সন্ধের লোকাল ট্রেন । শান্ত রায় । কৃশানু প্রকাশন । দশ টাকা ।
পঁয়ত্রিশ বছর আগের প্রকাশিত কাব্যগ্রন্থ কবি শান্ত রায়ের 'সন্ধের লোকাল ট্রেন ' বুঝিয়ে ছাড়ে কবিতার গভীরতার দিক দিয়ে সে সময় কিন্তু মানুষ কতখানি এগিয়ে গিয়েছিলেন ও অসাধারণ ব্যন্জ্ঞনা ও শব্দের ভেতর দিয়ে কবিতাকে সমৃদ্ধ করার চেষ্টা করে গেছেন অবিরত । কবির মোচড়ের মুন্সিয়ানা পেয়ে ঋদ্ধ হই এ সব কবিতার লাইনে: ' শিল্পী তার দুটি হাতে খনন ক্ষমতা ধরে দিবস রজনী । ' ( ' খনন ' ) , ' পশ্চিম আকাশ রক্তে লাল হয়ে যায়, / কুসুম ঝরার শব্দ মানুষ কি শোনে? '
( ' দিন আসে ') ।
কবির ভেতরে আছে এক অবাক করা পরিমিতিবোধ । সে কারণে এই কাব্যগ্রন্থ কাছে টেনে নিয়ে যায় । কবিতার প্রতিটি শব্দ বড় দামী বড় দরকারি । আবেগ ব্যন্ঞ্জনা বাস্তব মাখামাখি হয়ে মিশে যায় মননে । তাকে ছেড়ে থাকতে ইচ্ছে হয় না ।
' এখন কলকাতা ছেড়ে বহুদূরে চলে গেছে ভ্রমণ বিলাসী মানুষেরা , / কলকাতায় ফিরে আসবে বলে '( ' কলকাতার কুসুমকাননে ' ) , ' আবার আমাদের ভাবিয়ে দিচ্ছে/ অনুভূতিহীন ' কবিতা মেলানোর' সমস্যা ! ( 'আবার আমরা ' ) -র মতো কবিতার কাছে শব্দচয়ন ও অনুভূতির জন্য মগ্ন হয়ে যেতে হয় । শান্ত রায় অনালোকিত কবি, তাঁকে নিয়ে কেউ তাতা থৈথৈ না করলেও বহু আলোকিত কবিদের থেকে তিনি কোন অংশে কম নয় । কবিকে বেশি হয়ত পাইনি কিন্তু এভাবে হঠাৎ হঠাৎ তাঁর কবিতা হাতের কাছে এলে আনন্দ বাড়ে । পুর্ণেন্দু পত্রীর প্রচ্ছদের দিকে তাকিয়ে থাকতে হয় । বলতেই হয় এটি একটি শিক্ষণীয় কাব্যগ্রন্থ আজকের সময়ের সামনেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন