স্মৃতি
মৃৃৃৃৃত্যুঞ্জয় জানা
রাতের তারা৷ তারাখোসা-
রাতচোরার পাহারা
পুরনো পোশাক৷ সেজে আসে দক্ষিণ দুয়ারে
বিক্ষিপ্ত হয়ে,
উই পোকায় কাটা ফাঁক গুলি রিপু দিয়ে
আগলে রাখছে ঘুমকে,
কে যেন এক কাপ কফি দিয়ে গেলো
আর বলে গেলো
পুরনো কাপড় বলে কি যত্ন নিতে নেই,
জানি হৃদপিন্ডটার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে
মস্তিস্কটা হারিয়ে গেছে৷
দুএকটা আছে শেষ,ভাদ্রে একটু রৌদ্দুরে দিও
শরৎ এ যে গো পূজো আসছে৷
এতো রাতে নদীর চরের কাশ বনে
ঢেউ ভাঁগছি শুন্য ডিগিতে,
বোধন শেষ হলে শেষ হয় রাত॥
ঘুম থেকে উঠে দেখি আম জাম এর বীজ মাটি ফুঁড়ে সালোকসংশ্লেষে মেতে উঠেছে সবুজ ক্লোরোফিল॥
মৃৃৃৃৃত্যুঞ্জয় জানা
রাতের তারা৷ তারাখোসা-
রাতচোরার পাহারা
পুরনো পোশাক৷ সেজে আসে দক্ষিণ দুয়ারে
বিক্ষিপ্ত হয়ে,
উই পোকায় কাটা ফাঁক গুলি রিপু দিয়ে
আগলে রাখছে ঘুমকে,
কে যেন এক কাপ কফি দিয়ে গেলো
আর বলে গেলো
পুরনো কাপড় বলে কি যত্ন নিতে নেই,
জানি হৃদপিন্ডটার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে
মস্তিস্কটা হারিয়ে গেছে৷
দুএকটা আছে শেষ,ভাদ্রে একটু রৌদ্দুরে দিও
শরৎ এ যে গো পূজো আসছে৷
এতো রাতে নদীর চরের কাশ বনে
ঢেউ ভাঁগছি শুন্য ডিগিতে,
বোধন শেষ হলে শেষ হয় রাত॥
ঘুম থেকে উঠে দেখি আম জাম এর বীজ মাটি ফুঁড়ে সালোকসংশ্লেষে মেতে উঠেছে সবুজ ক্লোরোফিল॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন